পপি পাহাড়ের কাছে

পপি ফুল
পপি ফুল

প্রচুর বৃষ্টি হওয়ায় এ বছর স্যানডিয়াগোতে ফাগুনের আগুন লেগেছে পাহাড়ে পাহাড়ে। হাইওয়ে ১৫–এর পাশে কমলা আর হলুদ পপি ফুল। প্রচুর দর্শনার্থীর চাপে ফ্রিওয়েতে অনেক ভিড়। তাই সরাসরি পপি পাহাড়ে প্রবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। পরের এক্সিট দিয়ে ঘুরে একটু একটু করে এগিয়ে প্রায় ঘণ্টা দুই পরে পৌঁছে গেলাম পপির পাহাড়ে।

পপি ফুল
পপি ফুল

কত রংবেরঙের মানুষ। একজন চাইনিজ মেয়ে দেখি বাহারি রঙের জামা পরে ফুলের সঙ্গে ছবি তুলছেন। তাঁকে বললাম, কয়েকটা ফটো তুলে দিন আমাদের। দারুণ ডিরেকশন দেন তিনি।

পপি পাহাড়ে লেখিকা
পপি পাহাড়ে লেখিকা

পপি ক্যালিফোর্নিয়ার জাতীয় ফুল। এটাকে ক্যালিফোর্নিয়া সানলাইট বা গোল্ড কাপও বলে। পাহাড়ের মাঝে হাইকিংয়ের পথ আর দুই পাশে কমলা আর হলুদ পপি। আকাশের মেঘ এসে মিশেছে দূরে। ফটো তুলেছি অনেক। কিন্তু বাস্তবের সৌন্দর্য ক্যামেরার লেন্সে আংশিক এসেছে মাত্র।