মিশিগানে বাংলাদেশিদের মোটর শোভাযাত্রা

বাংলাদেশ ও আমেরিকার পতাকা হাতে মোটর শোভাযাত্রায় আগত ব্যক্তিরা
বাংলাদেশ ও আমেরিকার পতাকা হাতে মোটর শোভাযাত্রায় আগত ব্যক্তিরা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েট শহরে বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক মোটর শোভাযাত্রা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৩১ মার্চ এ মোটর শোভাযাত্রা আয়োজন করা হয়। ডেট্রয়েট শহরের জেইন ফিল্ড থেকে শোভাযাত্রার শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনসহ সব স্তরের মানুষ এই মোটর শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ আয়োজনে হ্যামট্রাম্যাক সিটির মেয়র কেরেন মাজেয়াস্কিসহ ডেট্রয়েট ও হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল পারসন ও কাউন্সিল মেম্বাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে মিশিগানপ্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

মোটর শোভাযাত্রায় হ্যামট্রাম্যাক সিটির মেয়র কেরেন মাজেয়াস্কিসহ আগত অতিথিরা
মোটর শোভাযাত্রায় হ্যামট্রাম্যাক সিটির মেয়র কেরেন মাজেয়াস্কিসহ আগত অতিথিরা

সিম্ফনি ক্লাবের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
এ উপলক্ষে গত ২৫ মার্চ সন্ধ্যায় মিশিগান সিম্ফনি ক্লাবের উদ্যোগে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (অস্টিন ড্রাইভ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৃগাঙ্ক রায় (মৃদুল)। সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, কীভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জিত হয়, তা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বর্ণনা করেন। এ ছাড়া সে সময়ের দুর্লভ কিছু আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে সংগঠনের শিল্পীরা কয়েকটি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

হ্যামট্রাম্যাক সিটির কাবাব হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শকদের একাংশ
হ্যামট্রাম্যাক সিটির কাবাব হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শকদের একাংশ

আওয়ামী লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিশিগান মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩১ মার্চ সন্ধ্যা ছয়টায় হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলম্বাস হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া বাংলাদেশি যুব সমাজ মিশিগানের উদ্যোগে একই দিন সন্ধ্যায় হ্যামট্রাম্যাক সিটির কাবাব হাউসে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হ্যামট্রাম্যাক সিটির কাবাব হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা
হ্যামট্রাম্যাক সিটির কাবাব হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা

চলচ্চিত্র প্রদর্শনী
মিশিগান বিবেকানন্দ সমিতির উদ্যোগে ৩১ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডেট্রয়েটে এক আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর আলোচনা করেন। ২৫ মার্চের কালরাতের ভয়াবহ গণহত্যা, মুক্তিযুদ্ধ ও বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ওপর বক্তারা বক্তব্য দেন। সবশেষে ‘পলাশী থেকে ধানমন্ডি’ ছবিটি প্রদর্শন করা হয়।