অস্ট্রেলিয়ায় সুবিধা বাড়ছে রাজ্যভিত্তিক ভিসায়

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

অস্ট্রেলিয়ার নতুন অর্থবছর শুরুর আগে পরিবর্তন আসে দেশটির অভিবাসন আইনে। চলতি বছর জাতীয় নির্বাচন সামনে রেখে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ হয়ে গেছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে দেশটির নতুন অভিবাসন আইনও। পরিবর্তনের ধারায় সুবিধা বাড়ানো হচ্ছে দেশটির আঞ্চলিক রাজ্যগুলোতে ভিসার আবেদনকারীদের জন্য। এ জন্য নতুন তিনটি ভিসা চালু ও জেনারেল স্কিলড মাইগ্রেশন ভিসাগুলোর পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে অভিবাসন বিভাগ। নতুন আইনে বিশেষ সুবিধা পাবেন সাবক্লাস ৪৯১ ভিসার আবেদনকারীরা। এ ছাড়া আবেদনকারীর বৈবাহিক অবস্থার জন্যও থাকছে বাড়তি কিছু পয়েন্ট।

নতুন অভিবাসন আইনে পয়েন্টভিত্তিক জিএসএম ভিসায় প্রার্থী অবিবাহিত হলে বাড়তি ১০ পয়েন্ট পাবেন। একই পয়েন্ট পাবেন যাঁদের স্বামী-স্ত্রীর গ্রহণযোগ্য কর্মদক্ষতা ও ইংরেজি ভাষা দক্ষতা রয়েছে। তবে প্রার্থীর স্বামী-স্ত্রীর যদি শুধু ইংরেজি ভাষা দক্ষতা আইইএলটিএসে ৬ স্কোরের সমমানের হয়, তবে ৫ পয়েন্ট পাওয়া যাবে। এ ছাড়া দেশটির অঞ্চল ও রাজ্য কর্তৃক মনোনয়ন পেলে মিলবে ১৫ পয়েন্ট। যাঁদের অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসকারী পরিবারের সদস্য স্পনসর করবে, তাঁরাও সমমানের পয়েন্ট পাবেন। এ ছাড়া অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে থাকলে পাওয়া যাবে আরও ১০ পয়েন্ট।

অস্ট্রেলিয়ার আঞ্চলিক এলাকায় দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজ্যভিত্তিক ভিসায় এ সুবিধা আনছে সরকার। এ ছাড়া দেশটির সবচেয়ে অভিবাসনপ্রবণ প্রধান দুই রাজ্য নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় জনসংখ্যার চাপ কমাতেও ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। পয়েন্টভিত্তিক ভিসার ন্যূনতম স্কোর এখনো ৬৫ রয়েছে। অভিবাসন আইনের নতুন পরিবর্তনের বিস্তারিত জানা যাবে অভিবাসন বিভাগের ওয়েবসাইট থেকে।

...

কাউসার খান: অভিবাসন আইনজীবী, সিডনি, অস্ট্রেলিয়া।
ইমেইল: <[email protected]>