টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কানাডার টরন্টোপ্রবাসী বাংলাদেশিরা। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে শহরের ডেনফোর্থে রাস্তার দুই পাশে নুসরাত জাহানের হত্যার প্রতিবাদে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

তাঁরা হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও কানাডার জাতীয় পতাকা নিয়ে মানববন্ধনে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘নুসরাত হত্যার বিচার চাই’, ‘ধর্ষকের জামিনবিহীন বিচার চাই’, ‘ইতর লম্পট অধ্যক্ষের ফাঁসি চাই’ ইত্যাদি।

টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সবার মুখে একটিই দাবি উচ্চারিত হয়েছে, নুসরাত হত্যার নেপথ্যে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। তাঁরা বলেন, অতীতে এই ধরনের কোনো অপরাধের বিচার না হওয়ার কারণে নতুন নতুন অপরাধের সৃষ্টি হচ্ছে। বক্তারা জানান, নুসরাত হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন। তাঁরা বাংলাদেশের পাঠ্যপুস্তকে ধর্ষণবিরোধী কারিকুলাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। তাঁরা আরও বলেন, ‘বিচার তার নিয়মে হবে, বিচারের জন্য কেন আমাদের দাঁড়াতে হবে?’

টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
টরন্টোয় নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাধারণ বাংলাদেশি ব্যানারে এই প্রতিবাদের মূল আয়োজক ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, নওশের আলী ও মাসুম চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন আতিকুল ইসলাম, নওশের আলী, মাসুম চৌধুরী, সৌমিত্র বড়ুয়া, মৌ মধুবন্তী, সবিতা সোমানী প্রমুখ। মৌ মধুবন্তী নুসরাতকে নিয়ে তাঁর লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান। নওশের আলী বিচার দ্রুত কার্যকরের পাশাপাশি বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেন। আরেক বক্তা প্রতিটি জেলায় একজন নারী পুলিশ কর্মকর্তা রাখার প্রস্তাব করেন, যাতে নারীরা সহজেই তাঁর কাছে তাঁদের নির্যাতন, যৌন হয়রানির কথা ব্যক্ত করতে পারেন।