ফিলিপাইনে বাংলা বর্ষবরণ

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

ফিলিপাইনে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নতুন বছরকে বরণ করা হয়। দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম আগত সব অতিথিকে স্বাগত জানান এবং তাঁদের সবার সুখী ও সমৃদ্ধ নতুন বছরের কামনা করে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত জাতীয় জীবনে ও আমাদের সংস্কৃতিতে নববর্ষের গুরুত্ব উপস্থিত অতিথিদের উদ্দেশে তুলে ধরেন।

পরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

দিবসটি উপলক্ষে পুরো দূতাবাস ভবন রঙিন ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়। নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও নববর্ষের উৎসবের ওপর দুটি ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ঐতিহ্যবাহী বাঙালি খাবার আর মিষ্টি দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাসের অনাত্মীয় পরিবেশে অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে একটি প্রিয় উৎসব ও বাঙালিয়ানার স্মারক হিসেবে পরিগণিত হয়েছে। বিজ্ঞপ্তি