খেলায় মাতি সারা দিন

খেলায় মাতি সারা দিন। ছবি: প্রীতিলতা মজুমদার
খেলায় মাতি সারা দিন। ছবি: প্রীতিলতা মজুমদার

‘তুই কি ভাবিস দিন রাত্তির খেলতে আমার মন?/ কক্ষনো তা সত্যি না মা আমার কথা শোন।/ সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে,/ রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে।’

খেলায় মাতি সারা দিন। ছবি: প্রীতিলতা মজুমদার
খেলায় মাতি সারা দিন। ছবি: প্রীতিলতা মজুমদার

ওপরের গানের কলির মতো সত্যিই সেদিন ছিল রোদ ঝলমলে একটা দিন। সিডনির ব্ল্যাক টাউন শোগ্রাউন্ডে জমে উঠেছিল বাংলাদেশ সোসাইটির পূজা ও সংস্কৃতির (বিএসপিসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও রিইউনিয়ন। বেলা ১১টা থেকে সবাই একে একে আসতে শুরু করে। শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত ছিল পুরো সময়। মাদুর পেতে মায়েদের আড্ডা আর ছুটির আমেজে ছিল সবার মন। গল্প আর প্রাণখোলা হাসিতে জমে উঠেছিল সাপ্তাহিক বন্ধের দিন রোববারের দুপুর।

বিএসপিসির সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার
বিএসপিসির সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার

‘ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে/ তিনটে শালিক ঝগড়া করে, রান্নাঘরের চালে/ খেলনাগুলো সামনে মেলে কী যে খেলি, কী যে খেলি,/ সেই কথাটাই সমস্তখন ভাবনু আপনমনে।’

বিএসপিসির সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার
বিএসপিসির সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার

রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা ভোলার মতো এত চিন্তা করতে হয়নি আমাদের ছোট্ট সোনাদের। বিএসপিসির স্বেচ্ছাসেবকেরা তৈরি ছিলেন। তাঁদের উৎসাহের কমতি ছিল না। অনেক সুশৃঙ্খলভাবে ও আনন্দঘন পরিবেশে প্রতিটা খেলা চলে। আর আমাদের প্রতিযোগীরা ছিল অনেক উৎসাহী।

দুপুরের খাবারের পর শুরু হয় মূল খেলার আসর। মোট পাঁচটি গ্রুপে বাচ্চাদের ভাগ করা হয় বয়স অনুযায়ী। একে একে শুরু হয় বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বড় বাচ্চাদের বিস্কুট দৌড়, পাজল গেম ইত্যাদি। ছিল মায়েদের বালিশ খেলা, বাবা-মায়েদের নিয়ে বল ছোড়া খেলা। সবশেষে ছিল ছেলেদের ফুটবল খেলা।

বিএসপিসির নতুন প্রজন্মের সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার
বিএসপিসির নতুন প্রজন্মের সদস্যরা: ছবি: প্রীতিলতা মজুমদার

বিকেলের স্ন্যাক্স বিরতির পর পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয় বাংলাদেশ সোসাইটির পূজা ও সংস্কৃতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আসর। পুরস্কার বিতরণী পরিচালনা করেন স্বপন রায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুরজিত রায় ও নির্মল চৌধুরী। সামনের বছর আবার সবার অংশগ্রহণের আশা ব্যক্ত করে অনুষ্ঠানের ইতি টানেন উপস্থাপক।