অন্য রকম এক অনুভূতির নাম মা

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অন্য রকম এক অনুভূতির নাম মা। এক সুশীতল ছায়া মা, যার তলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়। মা হচ্ছেন এমন এক দেবী, যিনি আপনাকে নয় মাস গর্ভে ধারণ করেছেন। শুধু গর্ভেই নয়, পৃথিবীতে অনেক দিন তাঁর কোলই ছিল একমাত্র ভরসা। আর যাঁর হৃদয়ে আমরা প্রত্যেক সন্তানই আছি সারা জীবনের জন্য। সেই মহামানবী, যিনি কোনো ঘৃণা না করে আপনার ছোটবেলায় মলমূত্র পরিষ্কার করে দিয়েছেন। যিনি শিখিয়েছেন কীভাবে হাঁটতে হয়, কীভাবে কথা বলতে হয়। মা হচ্ছেন সেই দেবী, যিনি সব সময় চান আমরা ভালো করে পড়াশোনা করি। যেন পুরো পৃথিবীতে আমাদের নামযশ ছড়িয়ে পড়ে। কোনো রকম বেতন ছাড়াই সকাল-সন্ধ্যা সন্তানকে নিয়ে ব্যস্ত থাকেন। সন্তানের খাওয়াদাওয়া, পড়াশোনা, এমনকি নিজের দিকে খেয়াল কিংবা যত্নের কোনো সুযোগই পান না। যে মেয়েটা বিয়ের আগে কোথাও সাজগোজ ছাড়া বের হতেন না, মা হওয়ার পর কেমন যেন বদলে যান। সন্তানকে সবচেয়ে ভালো পোশাকে সাজিয়ে নিজে কোনো রকম সেজেগুজে বের হন। আপনার কিংবা আমার মা-ও কিন্তু ঠিক তেমনই। বাজারে গিয়ে সন্তানের প্রতিটি অভাবের কথা মনে থাকলেও নিজের অভাব বেমালুম ভুলে যান। সন্তানের সুখের মধ্যেই নিজের সুখ খুঁজে নেন।

লেখক
লেখক

যান্ত্রিকতার ভিড়ে আজ তেমন মায়ের জন্যই আলাদা দিন খুঁজতে হয় আমাদের। নিজের সাধ্যমতো গিফট করেই খালাস। অথচ মায়েদের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন আছে কি? আপনার গিফট দেওয়া দামি ফোন কিংবা এক দিনের জন্য দেওয়া একগুচ্ছ ফুল মায়ের ভালোবাসার কাছে কতই তুচ্ছ। মাকে সময় দিন, এই সময়টাই মায়ের জন্য গুরুত্বপূর্ণ। মায়েরা আর কিছুই চায় না। সন্তানের ভালোবাসার চেয়ে মায়েদের কাছে দামি কিছুই নেই। মাকে ভালোবাসুন। কোনো মাকেই যেন আর বৃদ্ধাশ্রমে যেতে না হয়। পৃথিবীর সব মায়ের চরণে প্রণাম। এই প্রবাসের কঠিন সময়ে তোমায় খুব মিস করছি, মা।


বিকাশ রায়: পিএইচডি গবেষক