সুইজারল্যান্ডে দুর্যোগ ঝুঁকিহ্রাস সম্মেলনে বাংলাদেশ

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা

সুইজারল্যান্ডের জেনেভায় হয়ে গেল তিন দিনব্যাপী দুর্যোগ ঝুঁকিহ্রাস-বিষয়ক বহুজাতিক সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। গ্লোবাল প্ল্যাটফর্ম অন ডিজাস্টার রিস্ক রিডাকশন শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস সম্মেলনবিষয়ক সংস্থা ইউএন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (ইউএনডিআরআর)। সম্মেলনে আরও ছিল বিভিন্ন দেশের সঙ্গে সাইডলাইন বৈঠক। ১৫ থেকে ১৭ মে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা
বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা

সম্মেলনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শুভেচ্ছাদূত, মানসিক স্বাস্থ্যবিষয়ক ডব্লিউএইচও এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য, অটিজম-বিষয়ক পরামর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, সিনিয়র সচিব শাহ কামালসহ সংসদীয় কমিটির সদস্যরা।

জাইকার প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক
জাইকার প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

সম্মেলন চলাকালে বাংলাদেশ প্রতিনিধিদলের দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় জাইকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে। জাইকার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলের মিস কিরছি ম্যাডি। বিশ্বে দুর্যোগ ঝুঁকি তথা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ থেকে প্রাপ্ত ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারের ভূষিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি এ অর্জনের প্রশংসা করেন।

একটি অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, এনামুর রহমান, লাভলী রওশন প্রমুখ
একটি অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, এনামুর রহমান, লাভলী রওশন প্রমুখ

সমাপনী দিনে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার যৌথ আয়োজনে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত ঢাকা ঘোষণার ওপর সাইডলাইন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী এনামুর রহমান। এ পর্বে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনাসংক্রান্ত ফোকাল পয়েন্ট হিসেবে বক্তব্য দেন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

ইফতারে অংশগ্রহণকারীদের একাংশ
ইফতারে অংশগ্রহণকারীদের একাংশ

এ ছাড়া প্রতিমন্ত্রী এনামুর রহমান ও তাঁর সহধর্মিণী লাভলী রওশন জেনেভাপ্রবাসী বাংলাদেশিসহ আওয়ামী লীগের জেনেভা শাখার নেতাদের সঙ্গে বৈঠক, মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল
ইফতার মাহফিল