রোমে খোলা আকাশের নিচে প্রতীকী ইফতার

খোলা আকাশের নিচে প্রতীকী ইফতারে অংশগ্রহণকারীরা
খোলা আকাশের নিচে প্রতীকী ইফতারে অংশগ্রহণকারীরা

ইতালির রাজধানী রোমে খোলা আকাশের নিচে প্রতীকী ইফতার করেছেন বাংলাদেশি মুসল্লিরা। রোমে একটি মসজিদ বন্ধের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত এ ইফতারে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ কয়েক শ বাংলাদেশি নারী-পুরুষ। বৃহত্তর ঢাকা সমিতি এ প্রতিবাদী ইফতারের আয়োজন করে।

কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, মোনাজাত, আজান, ইফতার ও নামাজ আদায়। রোমের ৫ নম্বর পৌরসভার অধীন বাংলাদেশি-অধ্যুষিত তরপিনাত্তারা এলাকার লারগু পিরেসত্মল্লো পার্কে খোলা আকাশের নিচে ১৯ মে এ কর্মসূচি পালন করা হয়।

খোলা আকাশের নিচে প্রতীকী ইফতারে অংশগ্রহণকারীরা
খোলা আকাশের নিচে প্রতীকী ইফতারে অংশগ্রহণকারীরা



উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ওই এলাকার মসজিদ-এ-রোম নামের অনেক পুরোনো মসজিদ সিলগালা করে দেয় স্থানীয় পুলিশ। মসজিদটি কেন্দ্র করে মাদ্রাসাতুর রোম নামে একটি ইবতেদায়ি ইসলামি শিক্ষা ও হেফজখানা পরিচালিত হতো।

ইফতারে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
ইফতারে অংশ নেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মসজিদটি খুলে দিতে দেশটির সরকারের কাছে জোর দাবি জানিয়েছে ইল ধূমকেতু নামে বাংলাদেশি একটি সংগঠন। সামাজিক সংগঠন হিসেবে পরিচিত ইল ধূমকেতুর কর্ণধার ও বাংলাদেশ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নুরু আলম জানান, মসজিদকে নাট্যশালা আর খুতবার মিম্বরকে নাট্যমঞ্চ বলে অভিহিত করে ইসালি পুলিশ মসজিদ-এ-রোম বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, মসজিদ খোলার দাবিতে ৩১ মে রোম নগরীর লারগু প্রেনেসতে নামক স্থানে তারা খোলা পার্কে জুমার নামাজ আদায় করবেন।