দক্ষিণ কোরিয়ায় শিল্পী সুবীর নন্দীকে স্মরণ

দক্ষিণ কোরিয়ায় শিল্পী সুবীর নন্দীকে স্মরণ
দক্ষিণ কোরিয়ায় শিল্পী সুবীর নন্দীকে স্মরণ

সদ্য প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একদল সংস্কৃতিসেবী তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কোরিয়া-বাংলাদেশ লিটারেচার অ্যান্ড কালচারাল সোসাইটির (কেবিএলসিএস) পতাকাতলে সমবেত হয়েছিলেন এই স্মরণ সভায়। গত শনিবার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউল থেকে আমন্ত্রিত বাউলশিল্পী আশুতোষ অধিকারী। তিনি প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর ভাবশিষ্য হিসেবে সমধিক পরিচিত। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কেশব কুমার অধিকারী। তিনি আগত অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি তুলে ধরেন সুবীর নন্দীর কর্মময় জীবনের সংক্ষিপ্ত আখ্যান।

দক্ষিণ কোরিয়ায় শিল্পী সুবীর নন্দীকে স্মরণ
দক্ষিণ কোরিয়ায় শিল্পী সুবীর নন্দীকে স্মরণ

ইনহা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ছাত্রদের মধ্য থেকে কল্যাণ কুমার ঘটক, ড. ইমতিয়াজ আহমেদ, বীণা মজুমদার, ড. হাসি রানী বাড়ৈ ও আমন্ত্রিত অতিথিশিল্পী হাসান মজুমদার অত্যন্ত শ্রদ্ধায় স্মরণ করেন অকালপ্রয়াত শিল্পী সুবীর নন্দী এবং বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রে তাঁর অনন্য আবদানগুলোকে। তাঁরা শিল্পী সুবীর নন্দীর গাওয়া জনপ্রিয় কয়েকটি গানও গেয়ে শোনান।

স্মরণসভার শেষে সুবীর নন্দীর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের আখ্যানের পাশাপাশি আশুতোষ অধিকারীও গেয়ে শোনান প্রয়াত শিল্পীর অনেকগুলো জনপ্রিয় গান, কিছু রাগপ্রধান ও কিছু কিছু জটিল সুরের কারুকাজ।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে সমাপনী বক্তব্য দেন কেশব অধিকারী। তিনি সুবীর নন্দীর অবেলার বিদায়ে সংগীত জগতের অপূরণীয় ক্ষতির কথা মনে করিয়ে দিয়ে স্মরণানুষ্ঠানের সমাপ্তি টানেন।