বাংলাদেশি অভিবাসীদের টিকা নেওয়ার পরামর্শ

অস্ট্রেলিয়ায় ইনফ্লুয়েঞ্জায় ৭০ জনের মৃত্যু। সংগৃহীত
অস্ট্রেলিয়ায় ইনফ্লুয়েঞ্জায় ৭০ জনের মৃত্যু। সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাস বেশ বড় আকার ধারণ করেছে। দেশটিতে চলতি বছর ফ্লু-আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিগত বছরগুলোর রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশজুড়ে ৩ শিশুসহ ৭০ জন ফ্লু আক্রান্ত রোগীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ফ্লু ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এবার অনেক বেশি। এখন পর্যন্ত ৪৪ হাজার রোগী ফ্লু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাই চিকিৎসকেরা দ্রুত সবাইকে ফ্লুর টিকা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা ভেদে যাঁদের অস্ট্রেলিয়ান মেডিকেয়ার সুবিধা রয়েছে, তাঁরা বিনা মূল্যেই নিতে পারবেন এই টিকা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ডা. জসিমউদ্দিন জানিয়েছেন, প্রকাশ্য জায়গায় একটু বেশি সতর্ক থাকতে হবে। ফ্লু আক্রান্ত রোগীর হাঁচি-কাশি থেকে আশপাশে এই ভাইরাস ছড়ায়। তিনি এসব স্থানে সাবধানে চলাফেরার এবং প্রয়োজনে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, শুধু মাস্ক ব্যবহার করলেই ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে না। অবশ্যই টিকা নিতে হবে। টিকা নিলে অধিকতর নিরাপদ থাকা যাবে। ফ্লু-আক্রান্ত হলে একবার ব্যবহারযোগ্য টিস্যু ব্যবহার করে নির্দিষ্ট স্থানে ফেলারও পরামর্শ দিয়েছেন তিনি।

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

ডা. জসিমউদ্দিন সিডনির স্প্রিং ফার্ম মেডিকেল সেন্টারে প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্বে রয়েছেন।