দর্শকের প্রশংসায় শেষ হলো প্রথম দিন

বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য
বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য

লন্ডনে বাংলা বাউল ও বৈষ্ণব সংগীতের মোহময় পরিবেশনা, আধ্যাত্মিক কবিতা পাঠ এবং ভক্তি বিনীত ভরতনাট্যম ও সুফি নৃত্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিন। রাধারমণ সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে প্রধান আকর্ষণ ছিল সুফি বৈষ্ণব দর্শনের পক্ষে ও বিপক্ষে কবির লড়াই। এতে শিল্পী লাবণি বড়ুয়া প্রচলিত ধর্ম-চর্চার পক্ষে এবং কবি আহমেদ কায়সার সুফি ও বৈষ্ণব দর্শনের পক্ষে গানে ও কথায় নিজেদের যুক্তি পেশ করেন। বাঙালি দর্শকদের পাশাপাশি অনেক অবাঙালি দর্শকও বাংলার এই অভিনব কথা ও সংগীত প্রপঞ্চ উপভোগ করেন।

উৎসবের প্রথম দিনে হৃদয়স্পর্শী মরমি সংগীত পরিবেশন করেন প্রিতম সাহা। তবলায় সংগত করেন পিয়াস বড়ুয়া ও মন্দিরায় আবু বকর। সুফি গানের সঙ্গে দৃষ্টিনন্দন সুফি নৃত্যে অংশ নেন নৃত্যশিল্পী সোহেল আহমেদ। রবীন্দ্রনাথের কবিতা ও সংক্ষিপ্ত ভরতনাট্যম পরিবেশনায় অংশ নেন ইশা চক্রবর্তী ভট্টাচার্য।

বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য
বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য

লালনের ওপর লেখা অ্যালেন গিন্সবার্গের লেখা থেকে পাঠ ও লালনের গান পরিবেশন করেন মাইক শরিফ। সুফি কবি শীতালং শাহ থেকে পাঠ করেন রবার্ট স্কট। কবিতা পাঠ করেন অ্যাজরা মাইলস, জেনুমজ নাকভী, শাফাকাত পারভিন, ফারাহ নাজ, শাহিন মিতুল ও জাসমিন চৌধুরী।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। হল ভর্তি দর্শকেরা মন্ত্রমুগ্ধ হয়ে মরমিগান ও কবিতার এই অপূর্ব পরিবেশনামালা উপভোগ করেন।

বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য
বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য

দর্শকদের মধ্যে থেকে টেরি হিল জানান, আজকের অনুষ্ঠানে না এলে বুঝতেই পারতাম না বিশ্বের সংগীতভান্ডার কত বিচিত্র হতে পারে। আমি সৌধ আয়োজিত আরও অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু আজকের অনুষ্ঠান সত্যিই ব্যতিক্রমী। প্রাণভরে উপভোগ করেছি প্রতিটি পরিবেশনা।

বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য
বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য

টেরিসা ক্যাম্পবেল জানান, এক অভূতপূর্ব সন্ধ্যা ছিল আমার ও স্টুয়ার্টের জন্য। ব্রিকলেন চোখের সামনে পাল্টাচ্ছে। এ রকম পরিবেশনা আরও বেশ বেশি হওয়া উচিত।

ফেস্টিভ্যাল কিউরেটর আহমেদ কায়সার জানান, ‘প্রথম দিনেই দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায় আমরা উদ্বেলিত। আজ বেথনাল গ্রিনের সেন্ট মার্গারেট হাউসে অনুষ্ঠিত হবে উৎসবের দ্বিতীয় দিন। এতে গাইবেন সব্যসাচী শিল্পী সঞ্জয় দে, অমিত দে ও তাঁর ব্যান্ড লন্ডন ডিসি এবং শিল্পী বাপিতা বাপি।’

বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য
বাউল ও বৈষ্ণব সংগীত উৎসবের প্রথম দিনের একটি দৃশ্য

আগামীকাল রোববার রিচমিক্সে উৎসবের শেষ দিনে প্রথমবারের মতো সুফি কালাম গাইবেন ব্রিটেনের শীর্ষ শাস্ত্রীয় সংগীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী, রবীন্দ্রসংগীতশিল্পী ড. ইমতিয়াজ আহমেদ ও উপশাস্ত্রীয় সংগীতশিল্পী অমিত দে।