ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য বাঙালি তরুণের বই

ইউসুফ শেখের লেখা ‘লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইজি টু পাস’ বই
ইউসুফ শেখের লেখা ‘লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইজি টু পাস’ বই

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস কিংবা নাগরিকত্বের জন্য আবেদন করতে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হয়। এ নিয়ে প্রস্তুতির জন্য বাজারে বইয়ের অভাব নেই। যে কারণে অনেকেই কোন বই পড়বেন এবং কতটুকু পড়তে হবে এসব নিয়ে বিড়ম্বনায় পড়েন। এই বিড়ম্বনার সহজ সমাধান দেবে বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ শেখের লেখা ‘লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইজি টু পাস’ বইটি। অনলাইনভিত্তিক কেনাকাটার সর্ববৃহৎ মাধ্যম ‘আমাজন’ বইটি প্রকাশ করেছে।

১৮ মে থেকে বইটি আমাজনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে বইটির পেপারব্যাক ও কিন্ডল সংস্করণও পাওয়া যাচ্ছে। পেশায় আইনজীবী ইউসুফ শেখ বইটি বাংলাদেশি কমিউনিটির প্রতি উৎসর্গ করেছেন।

ইউসুফ শেখ
ইউসুফ শেখ

ইউসুফ শেখ বলেন, কিছুদিন আগে লাইফ ইন দ্য ইউকে টেস্টে জালিয়াতির ঘটনা তুলে ধরে খবর প্রচার করে বিবিসি। সহজ এই পরীক্ষার জন্য মানুষকে প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে দেখে তিনি এই বই লেখার প্রয়োজনবোধ করেন। লেখক বিশ্বাস করেন, এই বইটি পড়ে সহজেই লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করা যাবে। অসাধু উপায় অবলম্বন না করে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। লেখক জানান বইটির বাংলা ভার্সনও শিগগিরই বাজারে আসবে।