চীনে বিশ্ব সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশ

চীনের শিজিয়াজুয়াং প্রদেশের হেবেই নরমাল ইউনিভার্সিটিতে বিশ্ব সংস্কৃতি প্রদর্শনীতে (ওয়ার্ল্ড কালচারাল শো) অংশ নিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। গত শনিবার (২৫ মে) এ সংস্কৃতি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বাংলাদেশি শিক্ষার্থীরাসহ চীন, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ইতালি, রাশিয়া, নাইজেরিয়া, পেরু ও ইথিওপিয়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিজিয়াজুয়াং প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত এসব শিক্ষার্থীরা নাচ-গান পরিবেশনের পাশাপাশি দেশীয় পোশাক প্রদর্শনের মাধ্যমে নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী এক বর্ণিল উৎসবে পরিণত হয়। স্টলগুলোতে বিভিন্ন দেশের শিক্ষার্থী ছাড়াও চীনের নাগরিকদেরও বিপুল সমাগম ঘটে খাবার আস্বাদনের জন্য। বাংলাদেশি শিক্ষার্থীদের স্টলেও অনেক ভিড় ছিল।

প্রদর্শনীতে সব দেশের শিক্ষার্থীরা দিনটি খুবই আনন্দের সঙ্গে অতিবাহিত করেন।
...

অভিষেক দত্ত: হেবেই নরমাল ইউনিভার্সিটি, শিজিয়াজুয়াং, চীন।