রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে

মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল
মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল

রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম–অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো রমজান। ওমানের রাজধানী মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল
মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল

গত শনিবার (২৫ মে) মাস্কাটের বাংলাদেশি রেস্টুরেন্ট আলেকজান্দ্রিয়াতে এই মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী যুবলীগের ওমান শাখা এই ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ ও রমজানের ফজিলত সম্পর্কে বয়ান করেন মাওলানা আবদুস সালাম। তিনি বলেন, পবিত্র রমজানের রোজা আমাদের পুরো বছরের দোষ-ত্রুটি ক্ষমার কারণ হয়। কেননা, মানুষ যখন আল্লাহ তালার জন্য জাগতিক আরাম-আয়েশ, চাওয়া-পাওয়া ইত্যাদি থেকে বিরত থাকে, তখন সে তার নফসকে পুণ্যের ওপর প্রতিষ্ঠিত রাখতে অধিক শক্তি পায়।

মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল
মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল

ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক এম তৌহিদুল আলম। সঞ্চালনা করেন ওয়াহেদ আহমেদ। বক্তব্য দেন সাদেক হাসান ও মোহাম্মদ রায়হান উদ্দিন। সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও দলের বৃহত্তর স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, ঐক্যবদ্ধ যুবলীগ সব সময়েই প্রগতিশীল এবং দেশ ও দলের প্রতি দায়বদ্ধ। সেই দায়িত্ববোধ থেকে যুবলীগকে আরও অনেক কাজ করতে হবে এবং সেই সম্ভাবনা আমাদের আছে।

মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা
মাস্কাটে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা

মাহফিলে আওয়ামী লীগের ওমান শাখার সহসভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হক, চট্টগ্রাম সমিতি ওমানের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের ওমান শাখার সভাপতি আলহাজ সাহাব উদ্দীনসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতা ও যুবলীগের ওমান শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং বাংলাদেশ ও ওমানের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।