সিডনিতে চলছে আলোক উৎসব

সিডনিতে চলছে আলোক উৎসব
সিডনিতে চলছে আলোক উৎসব

অস্ট্রেলিয়ার বাণিজ্যিক শহর সিডনিতে প্রতিবছর আয়োজন করা হয় মাসব্যাপী আন্তর্জাতিক আলোক উৎসবের। এ উৎসবের নাম ‘ভিভিড সিডনি’। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও গত ২৪ মে শুরু হয়েছে ২২ রাতব্যাপী চোখ ধাঁধানো রঙিন আলোর সঙ্গে সুর ও হরেক কল্পনার সম্মিলন। প্রতিবছরই সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজসহ এর আশপাশের এলাকার বিখ্যাত স্থাপত্য সেজে ওঠে রং-বেরঙের বর্ণিল আলোতে। ২৫টিরও বেশি দেশের দুই শতাধিক আলোকচিত্রীর শিল্পকর্মে সিডনির ভিভিড আলোক উৎসবে প্রদর্শনীগুলো জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকদের চোখে।

ভিভিড সিডনি বা আন্তর্জাতিক এই আলোক উৎসবে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজসহ শহরের বিখ্যাত স্থাপনা সাজানো হয় রং-বেরঙের বর্ণিল আলোয়। তাল মিলিয়ে বাজে সংগীত। বিভিন্ন দেশের দুই শতাধিক শিল্পী মিলে এ উৎসবকে সাজিয়ে থাকেন। মাসজুড়ে চলে শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রদর্শনী। প্রতিবারই এই শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যের প্রগাঢ় মেলবন্ধন প্রদর্শনী দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ দর্শক ভিড় জমান সিডনিতে। সাড়া বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ভিন্ন মাত্রার মনোমুগ্ধকর এই আলোর খেলা দেখতে। আলো আর সুরের এই মহোৎসব চলবে ১৫ জুন পর্যন্ত।