গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে আজ মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। দেশটির বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে রাজধানী এথেন্সের কুমুদুরু পার্কে ঈদের জামাত আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি কুমুদুরু পার্কে ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামাতের প্রাক্কালে রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান। তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। মানুষে মানুষে প্রীতির বন্ধনে গড়ে উঠুক ঐক্য। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১-এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ঈদের জামাতে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতারাসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতারা।

পরে দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় সময় বেলা ১১টায় এথেন্সের বাইরের বিভিন্ন দ্বীপ অঞ্চলসহ দেশটির অন্য শহরে প্রবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদের শুভেচ্ছার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রিসের মানোলাদা, থেসালোনিকি, ক্রিট, কস, মিকোনোস সান্তোরিনী ও জাকিন্থাস দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর মো. খালেদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রাষ্ট্রদূত দূর-দূরান্তের প্রবাসীদের খোঁজখবর নেন এবং তিনি তাঁদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে বিভিন্ন সমস্যার কথাও শোনেন। বিজ্ঞপ্তি

গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত