বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা ঈদের জামাত

সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত
সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর নগররাষ্ট্র সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা উদ্‌যাপন করছেন ঈদুল ফিতর। ভাবগাম্ভীর্যের মাধ্যমে দেশটিতে আজ বুধবার (৫ মে) উদ্‌যাপিত হচ্ছে ঈদ। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা থেকে নয়টার মধ্যে দেশটির অধিকাংশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিবারের মতো এবারও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) উদ্যোগে মোট নয়টি মসজিদে বাংলাদেশি ইমামের নেতৃত্বে বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়। এখানে স্থানীয় মুসলিমদের ভাষা মালয় ও তাদের খুতবাও হয় মালয় ভাষায়। মালয় ভাষা বাংলাদেশিদের বুঝতে অসুবিধা হয়। তাই বাংলাদেশি মুসলিমদের সুবিধার্থে ইংরেজি খুতবার পাশাপাশি বাংলায় খুতবার ব্যবস্থা করা হয়।

পরিবার-পরিজন ছেড়ে ঈদ যদিও কষ্টের, তারপরও প্রতিবছরই প্রবাসীদের হাসিমুখে ঈদ উদ্‌যাপন করতে হয়!

সারা বছরের জমিয়ে রাখা কান্নার বাধভাঙা স্রোত যেন ঈদের দিন আর কোনো বাধা মানতে চায় না। আত্মীয়-স্বজনেরা অনেকেই জানতে চান, তোদের ঈদ কেমন কাটে? কিন্তু তার জবাব প্রবাসীদের জানা নেই।

সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত
সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

ঈদের নামাজ শেষে প্রবাসীদের কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। প্রবাসী মিজানুর রহমান বলেন, ‘ঈদ উৎসব আমার কাছে এখনো খুব আনন্দের একটা ব্যাপার। ঈদে কেনাকাটা এবং পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনের আনন্দ বোঝাতে পারব না। পরিবার ছেড়ে একাকী ঈদ করার কষ্ট আড়াল করেই আমরা উৎসবে মেতে উঠি।’

প্রবাসী জাহিদ আনোয়ার বলেন, ‘আমাদের ধর্মীয় উৎসব ঈদ। এই উৎসবের মাঝেও একধরনের শূন্যতা অনুভব করি। সেই শূন্যতা আর কিছু নয়, প্রিয় মা-বাবা আর ভাইবোনদের কাছে না পাওয়া। এদের ছাড়া ঈদের উৎসব জমে ওঠে না। তবু সব মিলিয়ে ভালোই আছি। ভালো তো থাকতেই হবে।’

সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত
সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত

আরেক প্রবাসী মানিক জিয়া বলেন, ‘দেশের বাইরে ঈদ উদ্‌যাপন মলিন আর ফ্যাকাশে। আমার মনে হয়, প্রবাসী সবাই তা বুঝতে পারেন। অন্যরা তা অনুভব করতে পারবেন না।’