সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা

সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা
সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম গতকাল শনিবার (৭ জুন) বিকেলে এ পুনর্মিলনীর আয়োজন করেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিদের স্বাগত জানান আবিদা ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম, দূতালয় প্রধান (প্রথম সচিব) রুহুল আমিন।

সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা
সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা

আবিদা ইসলাম বাংলাদেশিদের সঙ্গে একে একে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘প্রবাসে কর্মব্যস্ততার মধ্যেও বাংলাদেশ হাউসে আপনাদের আগমনে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত ও অভিভূত।’

সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা
সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা

দলমতের ঊর্ধ্বে উঠে ঈদ–পরবর্তী এ অনুষ্ঠানে সবার উপস্থিতি ও আনন্দঘন পরিবেশ বাংলাদেশ হাউসে প্রবাসের বুকে একখণ্ড লাল–সবুজের বাংলাদেশে রূপ নেয়। সবাই প্রীতিভোজে অংশ নেন। ঈদ উপলক্ষে এই আয়োজন ছিল পরিপাটি, গোছানো অন্য রকম দ্যোতনা ও প্রাণখোলা মিলনমেলা।

সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা
সিউলে বাংলাদেশ হাউসে ঈদ মিলনমেলা