ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী উৎসব। গত মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতরের দিনে ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নান্দনিক পর্যটনকেন্দ্র পোলোনেজকয়তে দিনব্যাপী বর্ণিল এই পুনর্মিলনীর আয়াজনে যোগ দেন শিক্ষার্থীসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি।

সকালে ব্লু মস্কখ্যাত সুলতান আহমেদ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে পারস্পরিক কুশলবিনিময়ের পর ঈদের নাশতা খেয়ে পুনর্মিলনী অনুষ্ঠানস্থলে রওনা হন অংশগ্রহণকারী ব্যক্তিরা। দুইটি বড় বাসে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজনে পথজুড়ে এক উৎসবের স্মৃতি গড়ে তোলে। বসফরাস প্রণালি, পাহাড় ও গ্রামের আঁকাবাঁকা পথে সবুজ-শ্যামল দৃশ্য এ যাত্রায় শৈল্পিক রূপ ধারণ করে।

দুপুরের আগেই গাড়ি পৌঁছে পার্কে। গাড়ি থেকে নামতে না-নামতেই খেলাপ্রেমীরা মাঠের দিকে ছুটে যান। একদিকে বিশ্বকাপ ক্রিকেটের উত্তাপ, অন্যদিকে দূর প্রবাসে খেলার আমেজ। এ যেন একসূত্রে গেঁথে গেল। চারটি দলে বিভক্ত হয়ে খেলা শুরু হয়। ইতিমধ্যে মারমারা বিশ্ববিদ্যালয় আলতেনবাশ বিশ্ববিদ্যালয়কে এবং সাবাহউদ্দিন জাইম বিশ্ববিদ্যালয় ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পর মুখোমুখি হয়। খেলায় জাইম বিশ্ববিদ্যালয় মারমারা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়।

ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

অন্যদিকে দেশীয় পদ্ধতিতে রকমারি খাবারের আয়োজন চলতে থাকে। মাঙ্গাল (বারবিকিউ) আয়োজনের সময় ঘ্রাণে ক্ষুধার মাত্রা বাড়িয়ে দেয়। খেলার পর সবাই দুপুরের খাবার গ্রহণ করেন।

বিকেল গড়ানোর খানিক আগেই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, মিমার সিনান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত আ ব ম নুরুল আবছারের সঞ্চালনায় বর্ণিল উৎসবের বাকি আয়োজন শুরু হয়।

ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

এ পর্বে ছিল হাঁড়িভাঙা খেলা, নারীদের বালিশ খেলা, বাচ্চাদের বেলুন খেলা, বিবাহিত ও অবিবাহিত লোকজনের দড়ি টানাটানি খেলা। দড়ি খেলায় অবিবাহিত দল জয়লাভ করে। পাশাপাশি ছিল উপস্থিত অভিনয় প্রতিযোগিতা। এ ছাড়া চলে ঈদ স্মৃতিচারণা।

সন্ধ্যা গড়ানোর আগে পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। বর্ণিল এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মুমিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক হেলালী।

ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

রাতে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক আয়োজিত ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে সবাই একযোগে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
ইস্তাম্বুলে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী