টোকিওতে সুবীর নন্দীকে স্মরণ

স্মরণসভায় সুবীর নন্দীর প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়
স্মরণসভায় সুবীর নন্দীর প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

অন্তর নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় সুবীর নন্দীকে স্মরণ করেছে জাপানের টোকিওপ্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি প্রয়াত একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী স্মরণে প্রবাসী বাংলাদেশ কমিউনিটি এক সভার আয়োজন করে।

গত রোববার (১৬ জুন) টোকিওর আকাবানে বিভিও হলে প্রবাস প্রজন্ম জাপানের ব্যানারে আয়োজিত এই শোকসভায় সর্বস্তরের প্রবাসীরা আসেন তাঁদের প্রিয় এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে। উল্লেখ্য, গুণী এই সংগীতশিল্পীকে আয়োজক সংগঠন ২০১৩ সালে প্রবাস প্রজন্ম সম্মাননা ও ২০১৪ সালে বিশেষ সম্মাননা প্রদান করে।

নিয়াজ আহমেদ জুয়েলের পরিচালনায় শোকসভার শুরুতেই প্রয়াত এই শিল্পীর প্রতিকৃতিতে সম্মিলিত ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। এরপর তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সম্প্রতি পরলোকগত চিত্রজগতের টেলি সামাদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, নাট্যকার মমতাজউদ্দীন আহমেদসহ বিভিন্ন গুণীজনের প্রতিও সম্মান প্রদর্শন করা হয়।

স্মরণসভায় স্মৃতিচারণা করেন প্রবাসীরা
স্মরণসভায় স্মৃতিচারণা করেন প্রবাসীরা

স্মৃতিচারণামূলক বক্তব্য দেন রাহমান মনি, মো. নাজিম উদিন, কাজী ইনসানুল হক, অজিত কুমার বড়ুয়া, খন্দকার আসলাম হিরা, বিমান কুমার পোদ্দার, শাম্মী আক্তার বাবলী, মীর রেজাউল করীম রেজা, সালেহ মো. আরিফ, সুখেন ব্রহ্ম প্রমুখ।

স্মরণসভা চলাকালে সুবীর নন্দীর আত্মজা ফাল্গুনী নন্দী টেলিফোনে যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের এই আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর বাবার আত্মার শান্তি কামনা করতে অনুরোধ জানান। ফাল্গুনী নন্দী বলেন, ‘বাবু জাপানকে ভালোবাসতেন। দুবার জাপানে গেছেন। জাপানপ্রবাসীদের কথা প্রায়ই বলতেন। আজ বাবা দিবস। বাবা নেই কিন্তু সুদূর জাপানে আপনারা তাঁর স্মরণসভা করছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

স্মরণসভায় স্মৃতিচারণা করেন প্রবাসীরা
স্মরণসভায় স্মৃতিচারণা করেন প্রবাসীরা

এরপর রাহমান মনির গ্রন্থনা এবং গোলাম মাসুম জিকোর সম্পাদনা ও ধারাবর্ণনায় সুবীর নন্দীর ওপর একটি প্রামাণ্যচিত্র—‘Tribute to Subir Nandi from Probash Projonmo Japan’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের শিল্পীরা
অনুষ্ঠানে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের শিল্পীরা

প্রয়াত সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া জনপ্রিয় গানের ভান্ডার থেকে সংগীত পরিবেশন করেন প্রবাসীদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের শিল্পীরা। এর সূচনা হয় নতুন প্রজন্মের শিশুশিল্পী তনুতা ঘোষের সংগীত পরিবেশনা দিয়ে। বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের শিল্পীরা
অনুষ্ঠানে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের শিল্পীরা