জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

জাপানের কানাগাওয়াতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল এক ঈদ সম্মিলনীর। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে শতসহস্র মাইল দূরে থাকা প্রবাসীদের নীরস ঈদের পর সবাই মিলে আনন্দে মেতে ওঠার মিলনমেলা ছিল এই ঈদ সম্মিলনী। ঈদুল ফিতরের ১১ দিন পর গত রোববার (১৬ জুন) ইয়োকোহামার হোসোকাইয়া দাইইচি শুকাইজো হলে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠানটি।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

সপ্তাহজুড়ে বৃষ্টিভেজা দিনগুলোর পর এদিন ঝকঝকে সূর্য আর ফুরফুরে দিনের দেখা মেলে। দুপুর হতে না হতেই সরগরম হতে থাকে প্রাঙ্গণ। একেকজন আসছেন তাঁদের রান্না করা ডিশ নিয়ে। কেউ বা ব্যস্ত খাবার টেবিল পরিকল্পনামাফিক পরিপাটি করে সাজাতে। কেউ বা মঞ্চকে দ্রুততার সঙ্গে রূপ দিচ্ছেন তার আসল নকশায়। কেউ কেউ বসে গেছেন আড্ডায়। আর ছোটরা নিজ দেশের বন্ধুদের পেয়ে মাতোয়ারা। নিষেধেও কর্ণপাত নেই। কেননা তারাও জানে দিনটি তাদের বাধাহীন উচ্ছলতার। এই সবকিছুর সঙ্গে চলছে ফটো আর সেলফি।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

টেবিলভর্তি দেশীয় খাবারে মধ্যাহ্নভোজে অংশ নিতে সবাই লাইন ধরে দাঁড়ান। হরেক রকমের ও বিচিত্র স্বাদের দেশি খাবার রসনা সংযমকে কঠিন করে তোলে। সেগুলোর যেমনি স্বাদ, তেমনই পরিবেশনা।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

দুপুরের খাবারের পর শুরু হয় মূল অনুষ্ঠানের। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন কাজী আরিফ। এরপর শিশুরাও সম্মিলিতভাবে সুরা ফাতেহা পাঠ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশরাফ আহমেদ ও আল আমিন।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

সব প্রবাসী মিলে কবি নজরুলের ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ গানটি পরিবেশন করেন। এরপর ছোটদের অনুষ্ঠান শুরু হয়। শিশুদের প্রাণবন্ত নাচ, গান, ফ্যাশন শো, ম্যাজিক পরিবেশনা ছিল অনবদ্য।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

প্রবাসীদের অতিপরিচিত মুখ সোহেল জায়েদী এসেছিলেন ১১০ কিলোমিটার দূরের ইবারাকি থেকে তাঁর গান শোনাতে। ফাঁকে ফাঁকে অন্যরাও গান গেয়ে মেতে ওঠেন গানের ভুবনে। গানের ফাঁকে সন্ধ্যার দিকে ছিল বিকেলের আরেক প্রস্থ নাশতা। রসগোল্লা, শিঙাড়া, দই, সমুচা, রোল, জর্দাসহ আরও কত কি! ইচ্ছেমতো খাওয়াদাওয়ার পর আবার গান ও খেলাধুলা। ছিল দম্পতিদের অংশগ্রহণে কাপল গেম।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

সন্ধ্যার পর ধীরে ধীরে শেষ হয় দেড় শতাধিক প্রবাসীদের এই মহামিলনের। আবার ঈদে দেখা হবে ভারী মনে এই প্রত্যাশায় বিদায় নেন একে একে সবাই।

জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী
জাপানের কানাগাওয়ায় ঈদ সম্মিলনী

অনুষ্ঠানের সঞ্চালনা ও শিশুদের অনুষ্ঠান পরিচালনা করেন ফারজানা আঁখি ও নিপুণ সাজ্জাত। সংস্থাপন ব্যবস্থাপনায় ছিলেন ঝুমা হোসেন। খাবার ব্যবস্থাপনা করেন নদী সিনা। তাঁকে সহায়তা করেন নিপু আলম ও জোসনা আকতার। মঞ্চ পরিকল্পনায় ছিলেন নীলাঞ্জনা হক। চিত্রগ্রহণ করেন শহীদুল ইসলাম। অনুষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনা করেন নদী সিনা।

প্রবাসী নারীদের উদ্যোগে নিয়মিত আয়োজিত কানাগাওয়ার এ অনুষ্ঠানগুলো ইতিমধ্যেই জাপানপ্রবাসীদের একটি অন্যতম জনপ্রিয় সম্মিলনে পরিণত হয়েছে।