গতিশীলতা নিয়ে মেলবোর্নে সেমিনার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সেমিনার
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সেমিনার

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতা নিয়ে দেশটির ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন বুধবার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অস্ট্রেলিয়ান বিশ্লেষকেরা বাংলাদেশ–অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতায় উচ্চাশা ব্যক্ত করেন।

সেমিনারে নিউজিল্যান্ডের সাবেক মন্ত্রী ও জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক উপদেষ্টা ক্রিস কার্টার, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমানসহ দেশটির পররাষ্ট্রবিষয়ক ও বাণিজ্য বিভাগের প্রতিনিধি, মেলবোর্ন ও ক্যানবেরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

আলোচকেরা বিগত দশকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের ফলে অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের প্রত্যাশার বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশকে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে দেশটির বাংলাদেশ হাইকমিশন ও মেলবোর্নভিত্তিক সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট।