ছবিতে লন্ডনের বৈশাখী মেলার কিছু মুহূর্ত

তৃতীয় বাংলা নামে খ্যাত বিলেতের বাংলাদেশিরা বরাবরই বিশাল আয়োজনে বৈশাখ উদ্‌যাপন করেন। তবে সেটা বৈশাখে নয়, আষাঢ়ে। বৈশাখে তীব্র শীত আর বৈরী আবহাওয়ার কারণে উদ্‌যাপন বিলম্বিত হয়। তাই অপেক্ষা থাকে চকচকে রোদেলা দিনের।

গতকাল রোববার (৩০ জুন) ছিল সেই কাঙ্ক্ষিত দিন। পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে বসে এবারের বৈশাখী মেলা।

মঙ্গল শোভাযাত্রার আদলে সাজানো শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এবারও বাঙালি সংস্কৃতি ও নানা ঐতিহ্য তুলে ধরা হয় মেলায়।

মঞ্চ মাতাচ্ছেন ইমরান মাহমুদ। ছবি: প্রথম আলো
মঞ্চ মাতাচ্ছেন ইমরান মাহমুদ। ছবি: প্রথম আলো
গান গাইছেন বেলি আফরোজ। ছবি: প্রথম আলো
গান গাইছেন বেলি আফরোজ। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় চলমান নৌকা। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় চলমান নৌকা। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয়  বিশাল কচ্ছপ। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় বিশাল কচ্ছপ। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয়   বিশাল   মাছ । ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় বিশাল মাছ । ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় কুমির। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় কুমির। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় চলমান নৌকা, বিশাল কচ্ছপ, মাছ, কুমিরসহ নানা কিছু। ছবি: প্রথম আলো
শোভাযাত্রায় তুলে ধরা হয় চলমান নৌকা, বিশাল কচ্ছপ, মাছ, কুমিরসহ নানা কিছু। ছবি: প্রথম আলো
দর্শনার্থীদের জন্য ছবি তোলার নানা আয়োজন। ছবি: প্রথম আলো
দর্শনার্থীদের জন্য ছবি তোলার নানা আয়োজন। ছবি: প্রথম আলো
শিশুদের জন্য নানা আয়োজন। ছবি: প্রথম আলো
শিশুদের জন্য নানা আয়োজন। ছবি: প্রথম আলো
কবিতা ও গল্প বলার আসর। ছবি: প্রথম আলো
কবিতা ও গল্প বলার আসর। ছবি: প্রথম আলো
দাবাপ্রেমীদের জন্য আয়োজন। ছবি: প্রথম আলো
দাবাপ্রেমীদের জন্য আয়োজন। ছবি: প্রথম আলো
বাউলগানের আসর। ছবি: প্রথম আলো
বাউলগানের আসর। ছবি: প্রথম আলো