টরন্টোয় থিয়েটার উৎসব

টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার

কানাডার টরন্টোয় হয়ে গেল দুই দিনব্যাপী থিয়েটার উৎসব। অন্যথিয়েটার, বাংলাদেশ থিয়েটার ও থিয়েটার ফোকস আয়োজিত ‘আনো নব উল্লাস হিল্লোল’ শীর্ষক এ উৎসব টরন্টোর ফেয়ারভিউ থিয়েটার হলে গত শনিবার ও রোববার (৬-৭ জুলাই) অনুষ্ঠিত হয়। উৎসবে বিকেল ৪টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত আড্ডা, নৃত্য, ঢোলবাজনা ও সেমিনারের পাশাপাশি মোট সাতটি নাটক মঞ্চস্থ হয়।

টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার

নাট্য উৎসবের প্রথম দিনের সূচনা হয় তবলাশিল্পী তানজীর আলম রাজীবের ঢোল বাদনের মধ্যে দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় ‘অভিবাসীর নাট্যচর্চা: বাঙালির রূপ-অরূপের খোঁজ’ বিষয়ে সেমিনার। এতে মূল নিবন্ধ পাঠ করেন মিথুন আহমেদ। আলোচনা করেন কবি আসাদ চৌধুরী ও হাসান মাহমুদ। সেমিনারের পর সুকন্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা পর পর ছয়টি নৃত্য পরিবেশন করেন।

টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার

নৃত্য পরিবেশনার পর মঞ্চস্থ হয় নাটক। প্রথম নাটক ‘আত্মহননের পূর্বরাত্রিতে’ মঞ্চায়ন করে অন্যথিয়েটার। লুৎফর রহমান রিটনের রচনা, জাহিদ হোসেনের সংগীত পরিচালনা ও তীর্থংকর মহলানবিশের আলোক পরিকল্পনায় নাটকটিতে একক অভিনয় করেন ফারহানা শান্তা। নির্দেশনা দেন আহমেদ হোসেন।

এরপর মঞ্চস্থ হয় থিয়েটার ফোকসের প্রযোজনায় ‘টেলস অব বাংলাদেশি ডায়াসপোরা’ ও আমেরিকা থেকে আগত ডিসি মেট্রো থিয়েটারের প্রযোজনায় উইলিয়াম শেক্‌সপিয়ারের হ্যামলেটের আলী যাকেরের রূপান্তরিত ‘দর্পণ’ নাটক। দর্পণ নির্দেশনা দেন জাফর রহমান।

টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার

দ্বিতীয় দিন স্লাইড প্রদর্শনীর পর ‘বাংলা নাট্যচর্চা দেশে বিদেশে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আকতার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন সিডনি থেকে আগত নাট্যকর্মী ও অভিনেতা জন মার্টিন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন ইমামুল হক ও আহমেদ হোসেন।

এ দিনের প্রথম নাটক ছিল টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপের ‘হঠাৎ দেখা’। এ নাটকের নির্দেশক ছিলেন অপরাজিতা দাস। দ্বিতীয় নাটক ছিল আকতার হোসেনের রচনা ও নির্দেশনায় ‘ইচ্ছাপূরণ’। তৃতীয় নাটক বাংলাদেশ থিয়েটারের ‘এক যে ছিল দুই হুজুর’। নাটকটি রচনা করেছেন রবিউল আলম।

টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার
টরন্টোয় থিয়েটার উৎসব। ছবি: বিদ্যুৎ সরকার

শেষ নাটক ছিল অন্যথিয়েটারের দশম প্রযোজনা ‘অতঃপর হরেন মণ্ডল’। বিমল বন্দ্যোপাধ্যায়ের এই নাটকের নির্দেশনা দেন বাহারউদ্দিন খেলন। প্রয়োগে ছিলেন আহমেদ হোসেন।