দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ
দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

দেশের বাইরেও থেমে নেই প্রবাসীদের আনন্দভ্রমণ। এরই ধারাবাহিকতায় এ বছরেও দক্ষিণ কোরিয়ায় প্রবাসীরা আয়োজন করেছিলেন আনন্দভ্রমণের। গত রোববার (২১ জুলাই) এ আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা কয়েকটি বাসযোগে সকাল সাতটার মধ্যে জমায়েত হয়েছিলেন রাজধানী সিউলে। সাড়ে সাতটায় তারা একযোগে সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে খাংওনদো প্রদেশ অভিমুখে যাত্রা শুরু করেন।

সমুদ্র উপকূলবেষ্টিত অপরূপ সৌন্দর্যে ভরা খাংওনদো প্রদেশ। সেখানকার দুটি আকর্ষণীয় সমুদ্রসৈকত জুমুনজিন ও খিয়ংফো বিচে দিনভর অবস্থান করে আনন্দভ্রমণে অংশগ্রহণ করেন তাঁরা।

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ
দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

নানান পদের দেশীয় খাবারের সমাহার এবং সৈকতে গিয়ে ফুটবল, কাবাডির মতো দেশীয় খেলায় মেতে ওঠেন সবাই। এ ছাড়া ছিল বক্তৃতা, গান, রাজনৈতিক প্রশ্নোত্তরমূলক বিভিন্ন ইভেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই আনন্দভ্রমণের আয়োজন করে দক্ষিণ কোরিয়াপ্রবাসী আওয়ামী লীগ পরিবার। নেতৃত্ব ছিলেন আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়া শাখার সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ কমিউনিটির সাধারণ সম্পাদক ডেভিড ইকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ প্রভাকর ও জালাল আহমেদ প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন শাখাওয়াত সৈকত, মনোয়ার হোসেন, রবিউল ইসলাম ও মায়মুর সুলতান প্রমুখ।

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ
দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ

দিনভর আনন্দ উপভোগ শেষে সন্ধ্যা সাতটায় ঘরে ফেরার উদ্দেশে রওনা দেন সবাই। আসলে পরিবারের সদস্যদের দেশে রেখে এসে প্রবাসীরা প্রবাসে এই বন্ধুবান্ধবদের মাঝেই খুঁজে পান সুখ ও আনন্দ।