বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফর

বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য
বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য

‘ঊষার দুয়ারে হানি’ আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত’, স্লোগান সামনে রেখে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনা বাংলা স্কুলের শিক্ষা সফর ২০১৯।

গত রোববার সকাল ১০টায় বার্সেলোনার বাঙালি-অধ্যুষিত এলাকা থেকে তিনটি গাড়ি একযোগে যাত্রা শুরু করে পাহাড়, ঝরনা আর নয়নাভিরাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য লেলিদার উদ্দেশে। পথিমধ্যে মধ্যে বিরতির পর প্রায় দুই ঘণ্টার মধ্যে গাড়ি গন্তব্যে পৌঁছে।

গন্তব্যে পৌঁছার পর শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের বর্তমান সভাপতি আলাউদ্দিন হক, সহসভাপতি আউয়াল ইসলাম, সাবেক সভাপতি শাহ আলম, উপদেষ্টা নজরুল ইসলাম, শামিম হাওলাদার, জাহানারা জানু, সাধারণ সম্পাদক আহম্মদ মোহাম্মদ জুয়েল প্রমুখ।

বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য
বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য

শিক্ষা সফরের এই আয়োজনে ছিল ছাত্রছাত্রীদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, পুরুষ অতিথিদের বস্তা দৌড় ও নারীদের সুই সুতাসহ বেশ কয়েকটি আনন্দঘন খেলা। পরে শিক্ষার্থীদের সনদ বিতরণসহ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মধ্যাহ্নভোজনে ছিল বাংলাদেশি মুখরোচক খাবার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই মনোরম স্থান পরিদর্শন করেন।

স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম, আহম্মদ মোহাম্মদ জুয়েল, জিনাত শফিক, মাসুদা পারভিনের (মুন্নি পাখি) পরিচালনায় এবং স্কুল কমিটির তত্ত্বাবধানে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। জাহাঙ্গীর আলম জানান, মূলত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও নিবিড়ভাবে পরিচিত করার জন্য আমাদের এই আয়োজন। মাসুদা পারভিন বলেন, ‘আমরা শিশু-কিশোরদের শুধু পুঁথিগত শিক্ষায় নয়, দেশীয় সংস্কৃতির পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য এবং একে অপরের মাঝে সম্পর্ক উন্নয়নে কিছু শিক্ষণীয় কর্মকাণ্ড করে থাকি।’

বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য
বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য

আয়োজনে উপস্থিত ছিলেন উত্তম কুমার, শফিউল আলম ও শফিক খানসহ স্কুল কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, বার্সেলোনা বাংলা স্কুলের শিশু শ্রেণি দুই ভাগে বিভক্ত। তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ছাত্র ছাত্রীদের সংখ্যা ৮৫-এর ওপর।

বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য
বার্সেলোনায় বাংলা স্কুলের বার্ষিক শিক্ষা সফরের একটি দৃশ্য