সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তী

সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য
সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য

রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে সিঙ্গাপুরে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) সংগীত বিদ্যালয় সেন্টার ফর আর্টসের (সিএফএ) উদ্যোগে গত শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় এনটিইউ অ্যালামনাই ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেন্টারের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকেরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর সামিয়া হালিম ও এসবিএসের সভাপতি হাফিজুর রহমান।

সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য
সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য

এসবিএস-সিএফএর নতুন প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের একান্ত এই বিশেষ আয়োজনে রাগ মিয়াকি মালহারের সুর লহরিতে বর্ষা ঋতুর ১২টি সমবেত রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি, চারটি কবিতা আর নৃত্যের ঝংকারে সাজানো হয়েছিল অনুষ্ঠানটি। সংগীত পরিচালনায় ছিলেন সেন্টারের দুই শিক্ষক সুচেতা ভট্টাচার্য ও অমৃতা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিচালনায় ছিলেন শিক্ষক নাহিদা আখতার ও জাহানারা খান।

অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল সুচেতা ভট্টাচার্য ও মনজুরুল মান্নানের রাগ মিয়ান কি মালহারের অপূর্ব যুগলবন্দী। সঙ্গে দ্রুত লয়ে তবলা ও কি-বোর্ডে সেতারের ঝংকার আর বৃষ্টির শব্দ। তবলায় ছিলেন শুভেন্দু মুখার্জি ও প্রদীপ চক্রবর্তী। কিবোর্ডে সিতাংশু মজুমদার।

সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য
সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিএসের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও মাহাবুবা হোসেন। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন এসবিএসের সাংস্কৃতিক সম্পাদক দীপেন কুমার বড়ুয়া ও সিএফএর কোর্স কো-অর্ডিনেটর জাহানারা খানসহ পরিচালনা কমিটির সদস্যরা।

সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য
সিঙ্গাপুরে এসবিএস-সিএফএর রবীন্দ্র-নজরুলজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি দৃশ্য

বর্ষার শেষ লগ্নে সিঙ্গাপুরে বৃষ্টি ঝরুক আর না-ইবা ঝরুক, বাদল দিনে প্রথম কদম ফুল ফুটুক আর না-ইবা ফুটুক, ময়ূর পেখম মেলুক আর না-ইবা মেলুক, দুই কবির কিছু গান, কবিতা, নৃত্য আর রাগ মালহারের সুর লহরিতে দর্শকদের হৃদয়কে কিছুটা হলেও বৃষ্টিস্নাত করেছে এই আয়োজন।

দর্শক-শ্রোতা
দর্শক-শ্রোতা

অনুষ্ঠানে উপভোগ করেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাসহ এসবিএসের সদস্য ও বাংলাদেশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা। সাংস্কৃতিক পরিমণ্ডলের সংগীতপিপাসুদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছিল এনটিভি অ্যালামনাই ক্লাব হল।

ছবি: রুবেল