বার্সেলোনায় অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক
বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৯ জুলাই) কায়ে ভিলাদোমাতের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের (ইউকে) সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক র‌্যামন পেদ্রো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম, প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম ও সাধারণ সম্পাদক হিরা আলম, বাংলাদেশ প্রেসক্লাব বার্সেলোনার সভাপতি ময়নুল আবেদীন ও সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন হারুন, অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারি দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি উত্তম কুমার, সাধারণ সম্পাদক শামীম হাওলাদার প্রমুখ।

বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক
বার্সেলোনায় ওসমানী নগর-বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক

যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরীর ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ সিকদার। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শরীফুল আলম।

বক্তারা বার্সেলোনায় সংগঠনের সেবামূলক কর্মতৎপরতার কথা উল্লেখ করে সহযোগিতার আশ্বাস দেন।

দ্বিতীয় পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে আসা ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।