পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজন

পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য
পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য

বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন পেনসিলভানিয়ার (বিএএডব্লিউপি) উদ্যোগে হয়ে গেল বার্ষিক বনভোজন। মনোরম পরিবেশে প্রাণবন্ত আয়োজনে অন্য রকম একটি দিন কেটেছে আমাদের। আমেরিকার ব্যস্ত জীবনে একটি আনন্দঘন দিনের জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষা করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য রকম ভালো লাগায় উৎসবমুখর পরিবেশে কেটেছে আমাদের প্রহর।

গত শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হয় এ বনভোজন বা মিলনমেলা। আমাদের মিলনমেলায় ম্যাককোনেল মিল স্টেটের সবুজ পার্ক আরও বর্ণিল হয়ে উঠেছিল। সবুজের বুকে প্রাণের ছোঁয়া দিতে আমরা এক এক করে জড়ো হয়েছি সকাল থেকে। আস্তে আস্তে পার্কটি যেন হয়ে গেল এক টুকরো বাংলাদেশ। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাংলা আর বাংলাদেশে খাবারের গন্ধ ম–ম করে ছড়িয়ে পড়ল প্রকৃতির বুকে। আমরাও হারিয়ে গেলাম ভোজন বিলাসে।

পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য
পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য

আমেরিকায় এসে এই প্রথম এ রকম বড় আয়োজন পেয়েছি। মনের মধ্যে অন্য রকম আনন্দ বয়ে গেছে কয়েক দিন। কখন শুরু হবে, কখন আরও পরিচয়ের গণ্ডি বাড়বে এই প্রতীক্ষায় কেটেছে দিন। যদিও এখানে আসার পর অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। তবুও আরও বড় পরিসরে জানার অনুভূতি নেওয়ার আর তর সইছিল না।

পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য
পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য

আমেরিকা আমার প্রথম বিদেশ নয়। জাপানে ছিলাম বহু বছর। কিন্তু জাপান থেকে আমেরিকার তফাত অনেক বেশি। জাপানে আমরা সবাই ছিলাম ছাত্র। আর এখানে ছাত্র থেকে প্রফেশনাল কিংবা অভিজ্ঞতায় ভরপুর অনেক মানুষের সংস্পর্শ হৃদয়ে ভীষণ ভালো লাগার খোরাক জোগায়। বয়সের বৈষম্য ভুলে আমাদের মাঝে ছিল তারুণ্যের ছায়া। হইচই গল্প-আড্ডা আর খেলাধুলায় আমরা যেন সবাই হারিয়ে গিয়েছিলাম শৈশববেলায়।

পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য
পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য

বারবিকিউ পার্টি এমনিতেই মজার। বারবিকিউ শব্দটি যে মূল শব্দ থেকে এসেছে, তার বাংলা অর্থ আরও চমৎকার। এর বাংলা হলো ‘পবিত্র অগ্নিদণ্ড’। অগ্নিদণ্ডে মাংস পুড়ে পুড়ে খাওয়ার আনন্দ আলাদা। তার সঙ্গে নতুন নতুন মানুষের আলাপচারিতা বাড়তি পাওনা।

যেখানে তরুণের জয়গান সেখানে খোলাধুলা না থাকলে পরিপূর্ণতা আসে না। আমরা এক এক করে ফুটবল আর ভলিবলে মেতে উঠলাম। শুধু কি তা–ই, আমাদের অনেকেই কলেজ–বিশ্ববিদ্যালয়ে জীবনের রাত জাগা তাস খেলায় হারিয়ে গেলেন।

পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য
পেনসিলভানিয়ায় বিএএডব্লিউপির বার্ষিক বনভোজনের একটি দৃশ্য

আসলে হারিয়ে যাওয়ার মতোই অদ্ভুত সুন্দর এই ম্যাককোনেলমিল স্টেট পার্ক। চারপাশে ঘন সবুজ যেন মায়া জাগানিয়া। ডাগর ডাগর চোখে যেন আমন্ত্রণ জানায় প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার। আমরাও প্রকৃতির কাছে সঁপে দিয়েছি নিজেদের। সবুজ আর জল লুফে নিয়েছি হৃদয়ে। কাছেই বয়ে যাওয়া ফলিং ওয়াটারের জাদুকরি ভালোবাসার সুর আবার টানছে আমায়। আবার দেখা হবে বন্ধুরা। বিনা তারে বাঁধা হৃদয়ের টানে আবার মিলনের হবে জয়গান।

ড. মো. ফজলুল করিম: পোস্টডক্টরাল রিসার্চ ফেলো, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।