সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগীতানুষ্ঠান

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগীতানুষ্ঠান
সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগীতানুষ্ঠান

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল তিন প্রজন্মের মেলবন্ধনের এক নৈশ সংগীতানুষ্ঠানের। সিডনির হার্টসভিল মারানা অডিটরিয়ামে গত ২১ জুলাই রোববার স্থানীয় সময় সন্ধ্যায় আসর বসে এই অনুষ্ঠানের।

দেশটিতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জন্য বিশেষভাবে আয়োজিত এ অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে আসেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। তাঁর সঙ্গে সংগীত পরিবেশনায় আরও ছিলেন রন্টি দাস ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ রহমান। অনুষ্ঠানে আরও ছিল ব্যান্ড দল নোঙরের পরিবেশনা।

অনুষ্ঠানে দেশটির বাংলাদেশি চিকিৎসকদের সংকলন প্রতিধ্বনির মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া এবার চিকিৎসা পেশায় বিশেষ অবদানের জন্য ডা. নাজমুন নাহার, ডা. রেজা আলী ও ডা. জান্নাতুন নায়িমকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব এনএসডব্লিউ (বিএমএস)।