কানাডায় বাংলাদেশি সংস্কৃতির বড় উৎসব

কানাডায় বাংলাদেশি সংস্কৃতির বড় উৎসব: দ্য টেস্ট অব বাংলাদেশ
কানাডায় বাংলাদেশি সংস্কৃতির বড় উৎসব: দ্য টেস্ট অব বাংলাদেশ

কানাডার টরন্টো শহরে ‘দ্য টেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে এই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশি স্ট্রিট ফেস্টিভ্যাল। কাল সোমবার (৫ আগস্ট) দিনব্যাপী এই বর্ণিল আয়োজনটি অনুষ্ঠিত হবে বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ অ্যাভিনিউ ও ভিক্টোরিয়া পার্ক-সংলগ্ন রাস্তায়।

উদ্যোগটিকে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও রসনাবিলাসকে বহুজাতিক মানুষের কাছে তুলে ধরার অনন্য প্রয়াস বলে মনে করছেন দেশটিতে বসবাসরত অভিবাসী বাঙালিরা।

কানাডায় বাংলাদেশি সংস্কৃতির বড় উৎসব: দ্য টেস্ট অব বাংলাদেশ
কানাডায় বাংলাদেশি সংস্কৃতির বড় উৎসব: দ্য টেস্ট অব বাংলাদেশ

সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে নানান পরিবেশনা। বিস্তীর্ণ খোলা আকাশের নিচে রাস্তার ওপর অস্থায়ী মঞ্চেই গাইবেন শিল্পীরা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি এই বর্ণাঢ্য আয়োজনে গান করবেন শিল্পী তপন চৌধুরী, রিজিয়া পারভীন ও নগরবাউল জেমস।

আয়োজনে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও কারুশিল্প নিয়ে মেলা।

আয়োজকেরা আশা করছেন, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সার্থক হবে বাংলাদেশকে ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে তুলে ধরার এই প্রচেষ্টা।

দ্য টেস্ট অব বাংলাদেশ অনুষ্ঠানের আহ্বায়ক ফরিদা হক প্রথম আলোকে বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে যেমনটা আমাদের সন্তানের কাছে পরিচিত করতে চাই, তেমনি ভিন্ন সংস্কৃতির মানুষের কাছেও আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস থাকবে পুরো আয়োজনে।

সবার আন্তরিক উপস্থিতিতে ডেনফোর্থ অ্যাভিনিউ, ভিক্টোরিয়া পার্ক থেকে শিবলী অ্যাভিনিউ হয়ে উঠবে এক লাল-সবুজের বাংলাদেশ। সবাই মিলে গাইব, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’