সিউলে বাংলাদেশ ফোরামের নির্বাচনী সভা

বাংলাদেশ ফোরাম ইন কোরিয়ার নির্বাচনী সভা
বাংলাদেশ ফোরাম ইন কোরিয়ার নির্বাচনী সভা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ ফোরামের (বিডিএফ ইন কোরিয়া) এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনী প্যানেলের অধীনে ভোটের মাধ্যমে সৌরভ হাওলাদারকে সভাপতি নির্বাচিত করা হয়। গতকাল রোববার (৪ আগস্ট) সকালে সিউলের গ্লোবাল সেন্টারের ভিআইপি কক্ষে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সভায় উপস্থিত সব নির্বাহী সদস্য সংগঠনকে সর্বোচ্চ কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিডিএফের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন সৌরভ হাওলাদার (সভাপতি), ফজলুর রহমান, সোলাইমান মিয়াজি, আবুল বাসার, আনোয়ার হোসেন, সাহেদুল ইসলাম, রমজান আলী ভূঁইয়া, রোকনুজ্জামান, মো. আবু সায়েম, বুলবুল আহমেদ, রুহুল আওয়ান, রাইসুল ইসলাম, রেজাউল করিম, ওয়াহেদুল করিম, সুকান্ত বিশ্বাস, ইমরান ইয়াসিন, মঞ্জুর ইলাহী, জুয়েল মামুন, হ‌ুমায়ূন কবির, নুর মোহাম্মদ, জহিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আবদুল্লা আল মামুন, আবদুল্লা আল আমিন, আমিনুল হক, মোহাম্মদ তারেক প্রমুখ।

সাধারণ পরিষদে আছেন আবদুল আলিম, অভিজিৎ চন্দ্র সরকার, সাহাদাৎ ভূঁইয়া, শরিফ কৌশিক, রিপন পাল, মোখলেছুর রহমান, মুজাহিদুল ইসলাম ও মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনটির পরামর্শক হিসেবে আছেন কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্ব।