জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী
জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

জাপানের কানসাই এলাকার কোবে শহরে পরিবার-পরিজন নিয়ে শ খানেক বাংলাদেশির বসবাস। বিগত বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই এলাকায় বসবাসরত চাকরিজীবী, ছাত্র, ব্যবসায়ী রিসার্চ ফেলোসহ বিভিন্ন পেশার বাংলাদেশিরা গত সোমবার (১২ আগস্ট) ঈদের আনন্দে একটা দিন উৎসবমুখর পরিবেশে কাটিয়েছেন।

জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী
জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

বরাবরের মতোই পবিত্র ঈদুল আজহার নামাজ কোবে মসজিদে আদায় করে শুভেচ্ছা বিনিময় করে মিষ্টিমুখ করা হয়েছে। বাংলাদেশের এক দিন আগে (১১ আগস্ট) জাপানে ঈদ উদ্‌যাপিত হয়েছে। পরদিন ১২ আগস্ট বাংলাদেশের ঈদের দিনের সঙ্গে মিল রেখে হিউগো ইন্টারন্যাশনাল সিটিতে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

এ পুনর্মিলনীর আয়োজন করা হয় কোবেবাসী নামে একটি ভাইবার গ্রুপের মাধ্যমে। কোবেবাসী ভাইবার গ্রুপ এই অঞ্চলের বাংলাদেশি ভাইবোনদের জনপ্রিয় মাধ্যম।

জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী
জাপানের কোবে শহরে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

পুনর্মিলনীতে সুস্বাদু বিরিয়ানি, পায়েস ও চটপটি ছিল অন্যতম আকর্ষ। এ ছাড়া বাচ্চাদের খেলা, গান, কবিতা ও চকলেট দৌড় ছাড়াও ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও নাচ।

কোবেবাসী বাংলাদেশিদের ঈদের আয়োজন ছাড়া নববর্ষেও বিভিন্ন দেশীয় খাবারের উৎসব অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে বিশেষ সুনাম রয়েছে।