সিডনিতে দক্ষিণ এশীয় সংস্কৃতি উৎসব

সিডনিতে দক্ষিণ এশীয় সংস্কৃতি উৎসব
সিডনিতে দক্ষিণ এশীয় সংস্কৃতি উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফাল ফেস্ট ২০১৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমৃদ্ধ সংস্কৃতিকে উদ্‌যাপন করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৩ আগস্ট পর্দা উঠবে এবারের আসরের। তারপর ৪, ১০ ও ১১ আগস্ট চলবে এই উৎসব।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ উৎসবে অংশ নেবে। উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি শিল্প-সাহিত্যে উপস্থাপন ও পরিবেশন করবেন দেশগুলোর শিল্পীরা। আরও থাকছে প্রতিভা অন্বেষণ, সৃজনশীল লেখার প্রতিযোগিতা, সংগীত কর্মশালা, কমিউনিটি পুরস্কার ও বিভিন্ন দেশি খাবারের নানাবিধ স্টল। উৎসবটির আয়োজক অস্ট্রেলিয়ান সাউথ এশিয়া ফোরাম।

উৎসবে বাংলাদেশ দলটির সঙ্গে যুক্ত আছেন সাবরীন ফারুকী উশ্রী। তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে অস্ট্রেলিয়ায় তুলে ধরতে সাফাল ফেস্ট একটা বড় মঞ্চ। প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করব উৎসবে অংশগ্রহণ করার জন্য। এতে নিজের মেধা ও দেশীয় সংস্কৃতি একটি সুন্দর মঞ্চে উপস্থাপনের সুযোগ পাওয়া যাবে।’