সিডনিতে বাংলাদেশি শিল্পীদের সংগীতসন্ধ্যা 'জলসা'

সংগীতসন্ধ্যা ‘জলসা’র প্রচারপত্র
সংগীতসন্ধ্যা ‘জলসা’র প্রচারপত্র

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে এক সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্যারেড থিয়েটারে অনুষ্ঠিত হবে এ সংগীতসন্ধ্যা।

‘জলসা’ নামের এ সংগীতানুষ্ঠান দেশটির ক্যানসার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহে গত বছরও আয়োজন করা হয়েছিল। পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠান সাজানো হয় নতুন শিল্পীদের পরিবেশনা দিয়ে।

অনুষ্ঠানে নতুন-পুরোনো নানা গানের মিশেল নিয়ে বসবেন শিল্পীরা। সঙ্গে যন্ত্রসংগীত ও জমকালো আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে। ছোট শিশুদের জন্য থাকছে আনন্দ আয়োজন।

স্থানীয় বাংলাদেশিদের একটি সুরেলা আয়োজন উপহার দেওয়ার মধ্য দিয়ে তহবিল সংগ্রহের আয়োজন করেছে সিডনির সাংস্কৃতিক সংগঠন পথ প্রোডাকশন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের সুস্থ মনোরঞ্জনের আয়োজন করে আসছে এ সংগঠন। স্থানীয় শিল্পীদের মঞ্চে নিজেদের শিল্পের প্রদর্শন করার সুযোগ করে দিতে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে আশাবাদী আয়োজকেরা।

দেশীয় সংস্কৃতির এ আয়োজনে সবান্ধব অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আয়োজকেরা।