অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক

ক্যানবেরায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক
ক্যানবেরায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বৈঠক

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিভিন্ন সমস্যার সমাধান শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এ বৈঠক আয়োজন করা হয়। বাংলাদেশ হাইকমিশন ও দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশটির বৈদেশিক, বাণিজ্য ও স্বরাষ্ট্রবিষয়ক বিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান ও হাইকমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক পরিচালনা করেন দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের এশিয়া ও প্যাসিফিক বিভাগের সহযোগী প্রধান ড. নিকোলাস ফ্যারেলি।

বাংলাদেশসহ ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। বাংলাদেশকে কেন্দ্র করে আয়োজিত এই আলোচনায় ব্যবসা-বাণিজ্য, মানব পাচার ও মিয়ানমার ইস্যুর মতো বিষয়টি সামনে উঠে আসে।

দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যকার সমঝোতার প্রত্যাশা করেন আয়োজকেরা।