ফ্লোরিডায় বাংলাদেশের ডেঙ্গু নিয়ে সেমিনার

ফ্লোরিডায় বাংলাদেশের ডেঙ্গু নিয়ে সেমিনার
ফ্লোরিডায় বাংলাদেশের ডেঙ্গু নিয়ে সেমিনার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) এনাসটাসিয়া মসকুইটো কন্ট্রোল, ডিস্ট্রিক্ট অব সেন্ট জনস কাউন্টিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ড. রুডি সু। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি বিজ্ঞানী ও মশা গবেষক ড. মো. আসাদুজ্জামান মিয়া।

ফ্লোরিডায় বাংলাদেশের ডেঙ্গু নিয়ে সেমিনার
ফ্লোরিডায় বাংলাদেশের ডেঙ্গু নিয়ে সেমিনার

সেন্ট অগাস্টিনের ডিস্ট্রিক্ট কমিশনারসহ সেমিনারে উপস্থিত ছিলেন মশার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা বিভিন্ন দেশের বিজ্ঞানী, ইন্টার্ন গবেষক, টেকনিশিয়ান, বায়োলজিস্ট, এন্টোমলজিস্ট, ডিএনডব্লিও কীটনাশক কোম্পানির কর্মকর্তা ও অনেক আমেরিকান ডেলিগেট।

সেমিনারে সবাই বাংলাদেশে এডিস মশা ও ডেঙ্গু রোগের সাম্প্রতিক প্রাদুর্ভাব, আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দেন। মশার কীটনাশকের প্রতিরোধীর বর্তমান অবস্থা, কীটনাশকের (এডাল্টিসাইড ও লার্ভিসাইড) সঠিক ব্যবহার, প্রয়োগ তালিকায় নতুন ও কার্যকরী এডাল্টিসাইড ও লার্ভিসাইড যোগ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মো. আসাদুজ্জামান মিয়া
মো. আসাদুজ্জামান মিয়া

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান মিয়া দীর্ঘদিন ধরে এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। তিনি পেশায় একজন শিক্ষক। বাংলাদেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার কাজ করেছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার ভিজিটিং শিক্ষক ও মশা নিয়ে গবেষণা করছেন।

চীন, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অধ্যাপকদের সঙ্গে তাঁর রিসার্চ কোলাবরেশন রয়েছে। বিজ্ঞপ্তি