টোকিওর ফরেন করেসপনডেন্টস ক্লাবে বাংলাদেশ নাইট

বক্তব্য দিচ্ছেন রাবাব ফাতিমা
বক্তব্য দিচ্ছেন রাবাব ফাতিমা

জাপানের বাংলাদেশ দূতাবাস ও ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ নাইট-২০১৯’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী টোকিওতে ক্লাবটির নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

অনুষ্ঠানে টোকিওতে কর্মরত জাপানি ও বিভিন্ন দেশের সাংবাদিক, সংবাদমাধ্যমের সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

আলোচনা পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়নের রূপরেখা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’–কে প্রাধান্য দিয়ে বাংলাদেশের ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্টের ওপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাপানি কোম্পানি ‘রসুন’ অনুষ্ঠানস্থলে বাংলাদেশের ‘নকশিকাঁথা’ ও হস্তশিল্প দ্রব্যাদির প্রদর্শনী করে
জাপানি কোম্পানি ‘রসুন’ অনুষ্ঠানস্থলে বাংলাদেশের ‘নকশিকাঁথা’ ও হস্তশিল্প দ্রব্যাদির প্রদর্শনী করে

রাষ্ট্রদূত জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের এই সম্পর্কের ভিত্তি গড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাপানকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছিলেন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

এরপর বাংলাদেশি কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

জাপানি কোম্পানি ‘রসুন’ অনুষ্ঠানস্থলে বাংলাদেশের ‘নকশিকাঁথা’ ও হস্তশিল্প দ্রব্যাদির প্রদর্শনী করে। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও পর্যটনকেন্দ্রিক ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি