বাংলাদেশ ও রাশিয়ার নির্বাচন কমিশনের মধ্য সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও রাশিয়ান ফেডারেশনের পক্ষে সেন্ট্রাল ইলেকশন কমিশন অব দ্য রাশিয়ান ফেডারেশনের চেয়ারপারসন মিস এল্লা আলেকসান্দ্রাদ্রোভনা পামপিলোভা স্বাক্ষর করেন
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও রাশিয়ান ফেডারেশনের পক্ষে সেন্ট্রাল ইলেকশন কমিশন অব দ্য রাশিয়ান ফেডারেশনের চেয়ারপারসন মিস এল্লা আলেকসান্দ্রাদ্রোভনা পামপিলোভা স্বাক্ষর করেন

বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও রাশিয়ান ফেডারেশনের পক্ষে সেন্ট্রাল ইলেকশন কমিশন অব দ্য রাশিয়ান ফেডারেশনের চেয়ারপারসন মিস এল্লা আলেকসান্দ্রাদ্রোভনা পামপিলোভা স্বাক্ষর করেন।

এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর স্মারক বিনিময়
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর স্মারক বিনিময়

সমঝোতা চুক্তি অনুযায়ী নির্বাচন পদ্ধতিতে প্রযুক্তিগত সহায়তা বিনিময়, ভোটার তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের স্বয়ংক্রিয়করণ (অটোমেশন), ভোটকেন্দ্রে স্বয়ংক্রিয়ভাবে ভোটার শনাক্তকরণ ও নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে রাশিয়া বাংলাদেশকে সার্বিক সহায়তা প্রদান করবে।

এ ছাড়া বিভিন্ন সেমিনার-কনফারেন্স ও গোলটেবিল বৈঠক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দুই দেশ অভিজ্ঞতা, দক্ষতা বিনিময় এবং দক্ষ পেশাদার কর্মী তৈরির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ডিজিটাল ইলেকটোরাল প্রসেস: হিউম্যানিটারিয়ান ডাইমেনশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাওয়ার পয়েন্ট পেপার উপস্থাপন করেন
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ডিজিটাল ইলেকটোরাল প্রসেস: হিউম্যানিটারিয়ান ডাইমেনশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাওয়ার পয়েন্ট পেপার উপস্থাপন করেন

আগামী পাঁচ বছরের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই দেশের সম্মতিক্রমে পরে এ সমঝোতা স্মারকের কার্যকারিতা বৃদ্ধি করতে পারবে।

উল্লেখ্য, মস্কোতে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে ডিজিটাল ইলেকটোরাল প্রসেস: হিউম্যানিটারিয়ান ডাইমেনশন শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা অংশগ্রহণ করছেন। তিনি গতকাল (৬ সেপ্টেম্বর) ইন্ট্রোডাকশন অব নিউ ইলেকটোরাল ইনফরমেশন টেকনোলজিস: রিয়্যালিটিস অ্যান্ড পারস্পেকটিভ বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট পেপার উপস্থাপন করেন।

কাল (৮ সেপ্টেম্বর) এ সম্মেলন শেষ হবে। বিজ্ঞপ্তি