সিঙ্গাপুরে বাংলা স্কুলের রজতজয়ন্তী উদযাপন

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি পরিচালিত বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটির (বিএলএসএস) ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় ন্যাশনাল লাইব্রেরি মিলনায়তনে (ড্রামা সেন্টার থিয়েটার) গত রোববার (৮ সেপ্টেম্বর) এক সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া অনুষ্ঠান প্রাঙ্গণ বাংলাদেশি বই, কারুপণ্য, খাবারসহ বিভিন্ন স্টল দিয়ে সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে

মো. মোস্তাফিজুর রহমান তাঁর শুভেচ্ছা বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় অবদানের জন্য সংগঠনটির প্রতিষ্ঠাতাসহ যাঁরা এর পরিচালনার দায়িত্বে ছিলেন ও আছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে ভাষার জন্য বাঙালি জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সেই ভাষা ও সংস্কৃতির গর্বিত উত্তরাধিকারী হিসেবে পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিখতে উৎসাহিত করার জন্য তিনি প্রবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে

রজতজয়ন্তী উপলক্ষে সোসাইটি ‘প্রতীতি’ নামে একটি স্মরণিকা প্রকাশ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান
বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান

সিঙ্গাপুরপ্রবাসী কয়েক শ বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন। বিজ্ঞপ্তি