সিঙ্গাপুরে এসবিএসের বার্ষিক নৈশভোজ

অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রাইমারি স্কুল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়
অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রাইমারি স্কুল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়

সিঙ্গাপুরে জমকালোভাবে হয়ে গেল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) বার্ষিক নৈশভোজ। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রিসোর্ট ওয়ার্ল্ড সান্তোসার ইকোয়ারিস হোটেলের বলরুমে স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজন করা হয় এই নৈশভোজের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান ও সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন মুহাম্মদ আজিজ খান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বছরজুড়ে এসবিএস বাঙালিদের নিয়ে যে কাজ করে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা সিঙ্গাপুরে থাকলেও কখনো মনে হয় না বাংলাদেশের বাইরে আছি।’ তিনি প্রবাসী বাঙালিদের একসঙ্গে সোসাইটিতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রাইমারি স্কুল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়
অনুষ্ঠানের তৃতীয় পর্বে প্রাইমারি স্কুল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়

মুহাম্মদ আজিজ খান বলেন, ‘বাংলাদেশি লোকজন যাঁরা সিঙ্গাপুরের জন্য কাজ করছেন ও প্রতিবছর শত শত কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশে পাঠাচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’ তিনি বাংলাদেশি কমিউনিটি নিয়ে কাজ করার জন্য এসবিএসকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সবাইকে এক হয়ে দেশ ও সোসাইটির জন্য কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে এসবিএসের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ধ্রুপদি নৃত্য পরিবেশন করেন নাহিদা আক্তার। গান পরিবেশন করেন তৌহিদ রহমান, আহমেদ তুষার, সুমি সূত্রধর, মেহেদী হাসান, মনিরুন ফেরদৌস চৌধুরী, মিলিয়া ইসলাম, জাহানারা খান ও নীল সাগর।

র‌্যাফল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী
র‌্যাফল ড্রয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী

তৃতীয় পর্বে প্রাইমারি স্কুল পরীক্ষায় (পিএসএলই) সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত সেরা পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলো ইশমাম হাবিব, ইয়ারা রাশানান, ইয়াসিন আরিফিন, নেহান রহমান ও মিশকাতুল মাইশা।

অনুষ্ঠানের শেষ পর্বে র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও ভিক্টরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুরের ছয়টি এয়ার টিকিট, অ্যারো ট্রাভেলসের পক্ষ থেকে সিঙ্গাপুর-জাকার্তা-সিঙ্গাপুরের একটি টিকিট, ফ্যাশন শোরুম লে-রিভের পক্ষ থেকে ৩০০ ডলারের একটি গিফট ভাউচার ও বাংলাদেশ ফ্যাশনের পক্ষ থেকে ছয়টি ৫০ ডলারের গিফট ভাউচার পুরস্কার দেওয়া হয়।

বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান
বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান

নৈশভোজের স্পনসর করে সামিট গ্রুপ, রঞ্জিত গ্রুপ, এইচওএইচ ল করপোরেশন, এমএএসই ও বিবিএস।

সন্ধ্যা থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন সিঙ্গাপুরপ্রবাসী বাঙালিরা। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, বিভিন্ন সংগঠনের নেতা, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ আজিজ খান
বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ আজিজ খান

অনুষ্ঠান উপস্থাপনা করেন আমিরুল ইসলাম ও মাহবুবা হোসাইন।

ছবি: তাসরিফ আহমেদ ও মোহাম্মদ রাশেদ।