প্যারিসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্মানে সংবর্ধনা

প্যারিসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্মানে সংবর্ধনা। ছবি: আবু তাহিরের মাধ্যমে প্রাপ্ত
প্যারিসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্মানে সংবর্ধনা। ছবি: আবু তাহিরের মাধ্যমে প্রাপ্ত

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে গাজীপুর জেলা সমিতি। ২৩ সেপ্টেম্বর প্যারিসের ক্যাথসিমায় অফিওরা সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুরবাসী ছাড়াও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনার শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গাজীপুর জেলা সমিতি, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাব, ইপিবিএ ফ্রান্স শাখা, অফিওরা সেন্টারসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দল ও মতের ঊর্ধ্বে উঠে প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে হবে। বাংলাদেশকে ফ্রান্সের মূলধারায় প্রকাশ করার দায়িত্ব সব প্রবাসীর।

প্যারিসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্মানে সংবর্ধনা। ছবি: আবু তাহিরের মাধ্যমে প্রাপ্ত
প্যারিসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সম্মানে সংবর্ধনা। ছবি: আবু তাহিরের মাধ্যমে প্রাপ্ত

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, দুর্নীতিবিরোধী অভিযান বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জিয়াউল হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক খান।

শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম, আওয়ামী লীগের সর্ব ইউরোপিয়ান শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স শাখার সভাপতি বেনজির আহমদ, প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন আহমদ, সর্ব ইউরোপিয়ান শাখার সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল বাকি ও সমিতির সাবেক সভাপতি মনিরুল হক।