বৃষ্টিভেজা সকালে

আবার ঠিক এমন সকালে
বৃষ্টিভেজা ঘাস ছুঁয়ে যাবে তুমি
দোলনচাঁপা ফুলের শুভ্রতায়
দেখব তোমায় অবাক চোখে।

আরও একবার চলে এসো
ভেজা এ শহরের কাছে
তোমাতে আমাতে গেছে যে দিন
ফিরিয়ে আনব তারে।

মনের ভেতরে যে মনে পলি জমেছে
বৃষ্টি মুছে দেবে আজ
মরিচার ভাঁজে ভাঁজে কত স্মৃতি
দেখো আবার নতুন করে।

এ সকালের দৃষ্টিজুড়ে দারুণ মায়া
তোমায় কি আজ টানে?
তোমাতে আমাতে যে প্রেম অবিনশ্বর
ফিরে ফিরে আসে মনে।
–––

ড. মো. ফজলুল করিম: পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।