ডারউইনে বাংলাদেশি চিকিৎসকদের সম্মাননা প্রদান

ডারউইনে বাংলাদেশি চিকিৎসকদের সম্মাননা প্রদান। ছবি: কাওসার খানের মাধ্যমে প্রাপ্ত
ডারউইনে বাংলাদেশি চিকিৎসকদের সম্মাননা প্রদান। ছবি: কাওসার খানের মাধ্যমে প্রাপ্ত

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যে হয়ে গেল প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের জন্য এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান। আয়োজনে দেশটিতে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পরীক্ষায় কৃতকার্য হয়ে চিকিৎসাসেবায় নিয়োজিত বাংলাদেশি চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী ডারউইনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নর্দান টেরিটরি।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধীদলীয় নেতা গেরি হিগিংস। তিনি নর্দান টেরিটরি রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশি চিকিৎসকদের সাধুবাদ জানান।

অনুষ্ঠানে ১৫ জন বাংলাদেশি চিকিৎসকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশি চিকিৎসকদের উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে বলে জানায় আয়োজক সংগঠক।