ক্যালগেরিতে গানের ভুবনের বর্ষপূর্তি উদ্যাপন

গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত
গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো গানের ভুবনের (বাংলা মিউজিক অ্যান্ড কালচার ইনস্টিটিউট অব ক্যালগেরি) সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

কর্মময় ব্যস্ততার জীবনে পাশ্চাত্য সংস্কৃতিতে নতুন প্রজন্ম যেভাবে প্রভাবিত হচ্ছে, সেখানে বাংলা সংস্কৃতির আলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই গানের ভুবনের এই পথচলা।

গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ছুটির সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন ছিল বৈরী আবহাওয়া ও তুষারপাত। এসব উপেক্ষা করে অংশগ্রহণকারী ও অতিথিরা সমবেত হন বিএমও থিয়েটারে।

হল ছিল পরিপূর্ণ। ছোট ছোট সোনামণির আনন্দ–উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলা গান কীভাবে এই প্রবাসে বেড়ে ওঠা শিশুদের প্রভাবিত করতে পারে, তা দর্শক-শ্রোতারা গভীরভাবে অনুভব করেছেন।

অনুষ্ঠানটি বরাবরের মতো দুটি পর্বে বিভক্ত ছিল।

প্রথম পর্বে ছিল গানের ভুবনের ছাত্রছাত্রীদের পরিবেশনা। রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, বাউল, ভাটিয়ালি ও জীবনানন্দ দাশের ছোঁয়ায় পর্বটি ছিল স্বয়ংসম্পূর্ণ।

দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় পরিবেশিত হয় একটি নিরীক্ষামূলক অনুষ্ঠান ‘ভাঙা সুরে রবীন্দ্রনাথ’।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পাশ্চাত্য সুরের প্রভাব, দেশীয় ব্রহ্মসংগীত, লালন-বাউলসংগীতের প্রভাব—এগুলোই উঠে আসে কথা ও গানের মাধ্যমে।

গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত
গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত

ভূমিকা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রথম পর্বে ভূমিকা পাঠ করেন ডালিয়া মজুমদার। সঞ্চালনায় ছিলেন মেঘনা ঘোষ। দ্বিতীয় পর্বে ভূমিকা পাঠ করেন শেখর কুমার সান্যাল। সঞ্চালনায় কিরীটী রায় ও নাজনীন নেওয়াজ।

সংগীত পরিবেশনা করেন শ্রেয়সী মুন্সী, শুভাশিস চক্রবর্তী, আদিত্য চৌধুরী, অনিন্দ্য পাল, মাসুকা ইয়াসমিন, কোয়েল নন্দী, নীলাঞ্জনা রায়, চেরি শাহেদ, স্বর্ণা সারা পাল, সাহানারা খাতুন, আহমেদ রায়হান আল ইমরান ও জয়শ্রী সেন। নৃত্য পরিবেশন করে আদৃতা, মুক্তাময়ী সরকার ও রূপশ্রী গোস্বামী।

বাদ্যযন্ত্রানুষঙ্গে ছিলেন শ্রীখোল ও তবলায় জুয়েল সরকার ও অভিজিৎ চ্যাটার্জি। মন্দিরায় অজিত মুহুরি। কি–বোর্ডে সুমন চক্রবর্তী। গিটারে মামুনুর রশীদ। মঞ্চসজ্জায় ছিলেন ধীমান আরনান।

অনুষ্ঠানে গানের ভুবনের প্রতিষ্ঠাতা জয়শ্রী সেন বলেন, সময়টা এমন যে নতুন নতুন প্রযুক্তির ডিভাইস আর অ্যাপস না থাকলে খুদে রোবটিক প্রজন্মরা ঠিক যেন অন্যের চেয়ে পিছিয়ে পড়ার গ্লানিতে ভুগছে। কিংবা এসব অতিরিক্ত ব্যবহার করা থেকে দূরে রাখতে চাইলেই মা-বাবাদের বারবার শুনতে হচ্ছে, ‘আই অ্যাম বোরড!’

তার ওপর অভিবাসনসংক্রান্ত নানা জটিলতা ও সীমাবদ্ধতা নিয়ে নিজ দেশের বাইরে ভিন্ন দেশের ভাষা, কালচার, ট্র্যাডিশন আর সিস্টেমের ভেতর বেড়ে ওঠা আমাদের এই প্রজন্মকে নিজের মনের মতো গড়ে তোলা তো সময়ে সময়ে আরও দুঃসাধ্য মনে হয়।

গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত
গানের ভুবনের বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের একটি পরিবেশনা। ছবি: জয়শ্রী সেনের মাধ্যমে প্রাপ্ত

কেবল দেশের প্রতি অকৃত্রিম টান অনুভবের কারণেই এখানে বাবা-মায়েরা নিজের ঘরেই প্রায় এলিয়েন হয়ে যাওয়া সন্তানদের একটুখানি হলেও আপন আপন সংস্কৃতির আভা ছড়িয়ে দিতে নিত্য হা-হুতাশ করেন। তাই এত বাধাবিপত্তি, সীমাবদ্ধতা পেরিয়েও তাঁরা সন্তানদের নাড়ির সন্ধান দিতে ছুটে চলেন।

গানের ভুবন সে রকম একটি প্রতিষ্ঠান। নাড়ির টানে মায়ের ভাষায় ও সুরে বিদেশ–বিভুঁইয়ে নিজেদের আদি প্রাণ আবিষ্কারের মতো।

পুরস্কার বিতরণ ও মানপত্র প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই অনুষ্ঠানের। বিজ্ঞপ্তি