বাংলাদেশ পেল শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারীর পুরস্কার

নাইজেরিয়ার সেনাপ্রধান বাংলাদেশ স্টল ঘুরে দেখেন। ছবি: বাংলাদেশ হাইকমিশন
নাইজেরিয়ার সেনাপ্রধান বাংলাদেশ স্টল ঘুরে দেখেন। ছবি: বাংলাদেশ হাইকমিশন

নাইজেরিয়ার আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে। দেশটির বাংলাদেশ হাইকমিশন আবুজা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

গত বুধবার (২ অক্টোবর) মেলার সমাপনী দিবসে আয়োজক আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ স্টলকে শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী দেশ হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।

বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন
বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন

ক্রেস্ট গ্রহণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মো. শামীম আহসান দেশটির ব্যবসায়ী নেতাদের বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

১২তম বার্ষিক এই মেলা গত ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর দেশটির ফেডারেল ক্যাপিটাল টেরিটরি (এফসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী ড. রামাতু তিজানি আলিয়ু ও শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিমন্ত্রী মারিয়ম কাতাগুম মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হাইকমিশনার মো. শামীম আহসান ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। ছবি: বাংলাদেশ হাইকমিশন
হাইকমিশনার মো. শামীম আহসান ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। ছবি: বাংলাদেশ হাইকমিশন

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলায় হাইকমিশনের স্টল বাংলাদেশ সরকারের অর্থনৈতিক ও বিনিয়োগ কূটনীতিকে প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে স্টল সাজানো হয়।

বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন
বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশের স্টলে ছিল ওষুধ, সিরামিক দ্রব্য, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন পণ্য, তৈরি পোশাক ও নিটওয়্যার, চা, পাট, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী, বিবিধ মসলা, আচার, শুকনা খাবার, ভোজ্যতেল, চাল, আটা, পার্ল, নকশিকাঁথা, জামদানি, সিল্ক ও মসলিনের শাড়ি, হস্তশিল্প, জুতা ইত্যাদি।

বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন
বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন

প্রতিদিন বাংলাদেশ স্টলে ছিল উপচে পড়া ভিড়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে দুই মন্ত্রী ছাড়াও নাইজেরিয়ার সেনাপ্রধান বাংলাদেশ স্টল ঘুরে দেখেন। রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপরে বিভিন্ন আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সজ্জিত করা হয়।

বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন
বাণিজ্য মেলায় বাংলাদেশ স্টল। ছবি: বাংলাদেশ হাইকমিশন

একই সঙ্গে প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং বিনিয়োগের সুবিধাদি তুলে ধরা হয়। ব্যবসায়ী নেতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাইকমিশনার মেলা চলাকালে এক অভ্যর্থনার আয়োজন করেন।

২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। বিজ্ঞপ্তি