সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব

সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল সিউল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। প্রতিবছর অক্টোবর মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে সিউলের হান নদীর তীরে এই উৎসবের আয়োজন করা হয়। চীন, সুইডেন ও দক্ষিণ কোরিয়া এ উৎসবে অংশগ্রহণ করে।

কয়েকটি ভেন্যু থেকে কয়েক লাখ মানুষ এই আতশবাজি উৎসব প্রত্যক্ষ করেন।

মূল আয়োজন সন্ধ্যার পর শুরু হলেও লাখ লাখ মানুষের সমাগম হয় বলে উৎসবের দিন দুপুর থেকেই হান নদীর তীরে বিভিন্ন ভেন্যুতে লোকদের ভিড় বাড়তে থাকে।

সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

কর্মব্যস্ত কোরীয়রা খুবই আমোদপ্রেমী জাতি। যেকোনো উৎসব তাঁরা সপরিবার বা সবান্ধবে উপভোগ করেন। তাই অনেকেই নদীর তীরে তাঁবু টানিয়ে অবস্থান নেন। সারা রাতের জন্য থেকেও যান কেউ কেউ।

অনুষ্ঠান প্রাঙ্গণে থাকে দিনভরই বিভিন্ন কনসার্ট ও নাচের প্রদর্শনী। থাকে বিভিন্ন ঐতিহ্যবাহী কোরীয় খাবারের স্টল। এককথায় দিনভর ভরপুর বিনোদন।

মূল আতশবাজি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হয়ে ৮টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।

সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত
সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসব। ছবি: যুথি ইকরামের মাধ্যমে প্রাপ্ত

স্থানীয় কোরীয়দের সঙ্গে বিপুল বিদেশিরাও অংশ নেন এই উৎসবে।