সিডনিতে প্রদর্শিত হবে 'মায়াবতী'

সিডনিতে প্রদর্শিত হবে ‘মায়াবতী’
সিডনিতে প্রদর্শিত হবে ‘মায়াবতী’

বাংলাদেশে চার সপ্তাহ সফলভাবে প্রদর্শনের পর এবার অস্ট্রেলিয়ার সিডনির প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে নুসরাত ইমরোজ তিশার ‘মায়াবতী’। গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় চলচ্চিত্রটি।

নারী পাচারের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ২৭ অক্টোবর (রোববার) সন্ধ্যা ছয়টায় সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা ৪-এ প্রদর্শিত হবে।

এই চলচ্চিত্রে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। এর নির্মাতা জনপ্রিয় নাট্যনির্মাতা অরুণ চৌধুরী।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে তিশা ও রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

সিডনিতে ‘মায়াবতী’র পরিবেশক বঙ্গজ ফিল্মস।

সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে পরিচালক অরুণ চৌধুরী বাংলাদেশ থেকে মুঠোফোনে বলেন, ‘মায়া নামের এক কিশোরীকে নিয়ে আমাদের এই গল্প। আশা করছি, আপনারা উপভোগ করবেন। সিডনির বাংলাদেশিদের সপরিবার সিনেমাটি দেখতে আসার আমন্ত্রণ রইল।’

সিডনিতে ‘মায়াবতী’র টিকিট পাওয়া যাবে <www.krazytickets.com> ঠিকানায়।