মিলানে বাউলসংগীতের আসর

মিলানে বাউলসংগীতের আসর। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান
মিলানে বাউলসংগীতের আসর। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান

বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা ও নবপ্রজন্মের প্রবাসী শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি, বিশেষ করে বাংলা লোকসংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইতালির বাণিজ্যিক নগরী মিলানে অনুষ্ঠিত হয়েছে বাউলসংগীতের আসর।

মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত রোববার (৬ অক্টোবর) কনস্যুলেটের হলরুমে এই বাউলসংগীত আসরের আয়োজন করা হয়।

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ‘বাঙলা সংস্কৃতি সংঘ’-এর সহযোগিতায় আয়োজিত এ সংগীতানুষ্ঠানে স্থানীয় বাউলশিল্পী ও প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বক্তব্য দিচ্ছেন ইকবাল আহমেদ। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান
বক্তব্য দিচ্ছেন ইকবাল আহমেদ। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান

মিলানে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এই সংগীত আসরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ধারায় বাউলসংগীতের অবদান সবচেয়ে বেশি। লোকসংগীতের এ ধারায় মানুষে মানুষে সব ভেদাভেদ ভুলে কেবল মনুষ্যত্বের জয়গানের মাধ্যমে সত্য ‍ও সুন্দরের পথে চলার আহ্বান জানানো হয়।

শ্রোতাদের একাংশ। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান
শ্রোতাদের একাংশ। ছবি: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান

সংগীতানুষ্ঠানে মিলান ও এর পার্শ্ববর্তী শহরে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ, শিশু-কিশোর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, বেশ কয়েকজন ইতালিয়ান নাগরিক ও কনস্যুলেট পরিবারের সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি